নিউজ ডেস্কঃ বর্তমান যুগে একের পর এক ছোট ড্রোন আবিষ্কার করে চলেছে একের পর এক দেশ। কিছু প্রাইভেট সংস্থাও ভাল মাপের ড্রোন ইতিমধ্যেই তৈরি করেছে। তবে এই ড্রোন আবিষ্কারের ফলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও চাঙ্গা করে তুলতে হচ্ছে। বর্তমানে প্রচুর জঙ্গি গোষ্ঠীর হাতেও এই ছোট মাপের ড্রোন রয়েছে। আর সেই কারনে এ্যন্টি ড্রোন ওয়েপেন সিস্টেমের উপরেও জোড় দেওয়া হচ্ছে।
এই নতুন এ্যন্টি ড্রোন সিস্টেম শত্রুর মাইক্রো ড্রোনকে দুই ভাবে ধ্বংস করতে পারে। এক হয় কম্যন্ড ও কন্ট্রোল সিস্টেম জ্যম করে অথবা লেজার বেসড ডাইরেক্ট এনার্জি ওয়েপেন এর মাধ্যমে তার ইলেকট্রনিক্স ধ্বংস করে।
জঙ্গি দের ব্যবহৃত ড্রোন গুলির উপর নজর বাড়াতেই এই ধরনের সিস্টেমের উপর নজর দেওয়া হচ্ছে।