সামুদ্রিক পথে জবাব দিতে প্রস্তুত। নৌবাহিনীর জন্য আসতে পারে বিধ্বংসী এই ড্রোন
নিউজ ডেস্কঃ চীনের সাথে সংঘাতের পর জলসীমার উপর বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। কারন দক্ষিণ চীন সাগরে চীনকে চাপে রাখতে জাপান, আমেরিকার সাথে হাত মিলিয়েছে অস্ট্রেলিয়া। এবার নিজেদের হাত আরও মজবুত করতে জল সীমার উপর বিশেষ নজর দিচ্ছে ভারতের সেনাবাহিনী। সমুদ্রে নজরদারি বাড়ানোর জন্য ভারতীয় নৌবাহিনী ‘ফাস্ট-ট্র্যাক’ প্রসেসে দশ টি লংরেঞ্জ ‘শীপবোর্ন আনম্যান্ড এরিয়াল ভেহিকেল’ ক্রয় করতে চলেছে। দশটি এই ধরনের এরিয়াল ভেহিকেলের জন্য নৌবাহিনী খরচ করবে প্রায় ₹১,২৪০ কোটি টাকা।