নিউজ ডেস্কঃ ১৯৮৪ সাল থেকে ২০২০ অর্থাৎ প্রায় ৩৬ বছর। আর এই ৩৬ বছর ধরে ভারতের সেনাবাহিনী পৃথিবীর সবথেকে উঁচু যুদ্ধক্ষেত্রে পাহারা দিয়ে আসছে। আর সেই কারনে শীতে কিভাবে কাটাতে হবে বা যুঝতে হবে তা বিলক্ষন জানে ভারতের সেনাবাহিনী। আর সেই কারনে শীতকালে যে লাদাখ চীন সীমান্তে কাটাতে খুব একটা সমস্যা হবেনা ভারতের তা বেশ ভালো করেই জানে ভারতবর্ষ। শুধু ভারতবর্ষ বললে হয়ত ভুল বলা হবে কিছুটা জিনিসটা চীন এবং পাকিস্তানের কাছেও বেশ স্পষ্ট।
গত তিন মাসে চীনাদের সাথে আলোচনায় দুদেশের মধ্যে কূটনৈতিক পরিস্থিতি পাল্টাক আর না পাল্টাক,প্যাঙ্গং সো কিন্তু তার চরিত্র পাল্টানো শুরু করে দিয়েছে। সাম্প্রতিক সময়ের,প্যাঙ্গং এর জল জমা শুরু হয়েছে। প্যাঙ্গং এর আশেপাশের চূড়া গুলিতেও তুষার শুভ্রতা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। আর কয়েকদিন পর,পুরো প্যাঙ্গং লেকে কয়েক কিলোমিটার প্রসস্থ বরফের ময়দানে পরিণত হবে। কঠিন দিন আসতে চলেছে প্যাঙ্গং এ। আর সেটা বেশ ভালো করেই কাজে লাগাবে ভারতের সেনাবাহিনী, এমনটাই মত বিশেষজ্ঞদের।