৮০ দশকে এই বিধ্বংসী যুদ্ধবিমান একমাত্র ভারতের হাতেই ছিল
নিউজ ডেস্কঃ ভারতের হাতে যে একাধিক ভয়ংকর যুদ্ধাস্ত্র দেশ স্বাধীনের সময় থেকেই আছে তা সারা বিশ্ব ভালো করেই জানে। ভর্টিকাল টেক অফ এ্যন্ড ল্যন্ডিং অর্থাৎ যেই যুদ্ধবিমানের জন্য বিশেষ করে কোনও রানওয়ের প্রয়োজন হবেনা। ঠিক সেরকম একটি যুদ্ধবিমান প্রথম থেকেই ছিল ভারতবর্ষের হাতে। ভারত এশিয়ার প্রথম VTOL ফাইটার ব্যবহারকারী দেশ। VTOL এর পুরো নাম “ ভর্টিকাল টেক অফ এ্যন্ড ল্যন্ডিং ” অর্থাৎ সেই বিমান যেগুলো সরাসারি ভার্টিকালি টেকঅফ ও ল্যন্ড