চীনের কবল থেকে দখল মুক্ত আরও কিছু অঞ্চল

চীনের কবল থেকে দখল মুক্ত আরও কিছু অঞ্চল

নিউজ ডেস্কঃ চীন ভারত উত্তেজনার পর ভারতের বেশ কিছু স্থান চীন দখল করে নিয়েছিল বলে জানা গিয়েছিল। যদিও তারপর থেকে ভারতীয় সেনেরা সেইসব স্থান পুনরুদ্ধারের কাজে নেমে পরে। একাধিক স্থান দখল করার পাশাপাশি বেশ কিছুটা আগ্রাসন নজরে পরেছিল ভারতীয় সেনাদের এমনটাই জানিয়েছিলেন সামরিক বিশেষজ্ঞরা।

কোনো ভাবেই থামছে না ভারতীয় সেনার গতী। পুনরুদ্ধার হলো মোট ছটি নতুন অঞ্চল। এগুলি হল মগর হিল, গুরুং হিল, রেচেন লা, রেজাং লা, মোখপারি এবং ফিঙ্গার ৪ এর কাছে একটি ডমিনেটিং হাইট। এগুলি ২৯শে আগস্ট থেকে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দখল করা হয়েছে।

ভারতীয় আর্মি এই অঞ্চলগুলি তখন দখল করে যখন চীনা সেনারা এই অঞ্চলগুলি দখল করার পরিকল্পনা করছিল। এখন এই উচু অঞ্চলগুলি ভারতীয় সেনার দখলে থাকায় যুদ্ধে ভারতীয় সেনা ব্যাপক অ্যাডভান্টেজ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *