রাফালে যুদ্ধবিমানে এবার দেখা যাবে মহিলা পাইলটকে। এর আগে কোন যুদ্ধবিমান চালিয়েছেন তিনি?
নিউজ ডেস্কঃ ভারতের বায়ুসেনায় যে নারীরা যুক্ত হয়েছে তা অনেকদিনের কথা। প্রথমে ট্রেনিং নেওয়ার পর মিগ ২১ যুদ্ধবিমানের পাইলট হিসাবে নিযুক্ত রয়েছে। ভারতীয় বায়ুসেনার প্রথম ব্যাচের নারী কমবেট ফাইটার পাইলটরা নতুন রাফালে যুদ্ধবিমানের পাইলট হতে চলেছে। আর এর জন্য তারা গত আগষ্ট থেকে রাফালে যুদ্ধবিমানের জন্য ট্রেনিং নেওয়া শুরু করেছে। এর আগে তারা ভারতীয় বায়ুসেনার MIG-21 এর পাইলট হিসাবে উত্তীর্ণ হয়েছে। এরা ট্রেনিং শেষে আম্বালা এয়ার বেস এ রাফালে স্কোয়াড্রন