October 2020

উচ্চতম স্থানে চীনের বিরুদ্ধে লড়তে যেসকল ট্যাঙ্ক রেডি রাখছে সেনাবাহিনী

নিউজ ডেস্কঃ পৃথিবীর সবথেকে উচ্চতম স্থানে পাহারারত অবস্থায় থাকে। ভারতীয় আর্মি শীতের বিরুদ্ধে লড়তে যে কতোটা পারদর্শী তা ভালো করেই বুঝিয়ে দিয়েছে গোটা পৃথিবীকে। ভারতীয় সেনাবাহিনীর ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ ক্রপস পৃথিবীর একমাত্র ফর্মেশন যারা হিমালয়ের উচ্চতায় একত্রে বহু সংখ্যক মেইন ব্যাটেল ট্যাঙ্ক ইনফেন্ট্রি কমবেট ভেহিকেল এবং হেভী আর্টিলারি গান এর রক্ষণাবেক্ষণ করতে পারে তীব্র শীতের কঠিন পরিস্থিতির মধ্যেও,যখন হিমালয়ের তাপমাত্রা -৪০° অতিক্রম করবে সেই কঠিন সময়ের মধ্যেও। ভারতীয় আর্মি ইতিমধ্যেই

লাদাখে চীনের বিরুদ্ধে লড়তে যেসব হেলিকপ্টার তৈরি থাকছে ভারতীয় সেনা

নিউজ ডেস্কঃ লাদাখে চীন-ভারত উত্তেজনা তুঙ্গে। কেউ কাউকে যে এক ইঞ্চি জমি ছেড়ে কথা বলবে না তা স্পষ্ট। তবে ভারতবর্ষ যে এক ইঞ্চি জমি এবার ছেড়ে কথা বলবে না তা বুঝিয়ে দিয়েছে চীনকে। ভারতীয় সেনাবাহিনী,বায়ুসেনার অ্যাপাচির পাশাপাশি নিজেদের অ্যাটাক হেলিকপ্টার রুদ্র কেও লাদাখে মোতায়েন করেছে। ‘ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ছাড়া,এয়ার-টু-এয়ার মিসাইল ছাড়া এটি যুদ্ধের ময়দানে কি করবে? ‘ অ্যাটাকিং হেলিকপ্টার এর বিভিন্ন রোল আছে। যুদ্ধের ময়দানে তাদের সেই রোলে কাজ

১৯৭১ সালে এই বিশেষ বাহিনী গঠন করা হয় মূলত অভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের দমন করার জন্য

নিউজ ডেস্কঃ ভারতীয় সেনাদের পাশাপাশি রাজ্যের স্পেশাল অপারেশান করার জন্য বিশেষ বাহিনী প্রস্তুত করা থাকে।তাদেরকে রাখা হয়ে থাকে রাজ্যের এবং দেশের অভ্যন্তরীণ বিষয় গুলির উপর নজর রাখার জন্য। ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ান’ (IRB) — কোন সাধারণ পুলিশ ফোর্স নয়,অথবা কেন্দ্রীয় প্যারা-মিলিটারি ফোর্স ও নয়। এই ফোর্স মূলত বিভিন্ন রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স। ১৯৭১ সালে এদের গঠন করা হয় মূলত অভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের দমন করার জন্য। বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে ১৫৩ ব্যাটেলিয়ান

৯ টির বেশি ড্রোন জ্যম। আর্মেনিয়াকে বাঁচাতে মাঠে নামল রাশিয়া?

নিউজ ডেস্কঃ আর্মেনিয়া এবং আজারবাইজানের যুদ্ধ প্রায় এক মাস পার করে ফেলেছে। দুই দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজারনাইজানকে পাকিস্তান এবং তুরস্ক সমর্থন করেছে, কিন্তু আর্মেনিয়াকে এখনও সরাসরি কেউ সমর্থন করেনি। তবে বেশ কয়েকজনের মতে আর্মেনিয়াকে বাঁচাতে এবার আজারবাইজান ও তূর্কির বিরুদ্ধে মাঠে নেমেছে রাশিয়া। খবর অনুযায়ী আর্মেনিয়াতে অনুপ্রবেশের সময় রুশ তার “ক্রাশুখা-৪” ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করে তূর্কির ৯টির বেশি টিবি-২ ড্রোন “জ্যম ডাউন” করেছে। ড্রোন গুলি আর্মেনিয়াতে অবস্থিত রাশিয়াম মিলিটারি

৫৪ জন জঙ্গি ক্ষতম। সিরিয়াতে আক্রমণ রাশিয়ার

নিউজ ডেস্কঃ ইতিমধ্যে একমাসের বেশি সময় পার করে ফেলছে আর্মেনিয়া এবং আজারবাইজানের যুদ্ধ। আজারবাইজানকে সরাসরি সমর্থন করেছে পাকিস্তান এবং তুরস্ক। কিন্তু আর্মেনিয়াকে সেভাবে এখনও কেউ সমর্থন করেনি। তবে অনেকেরই মতে সরাসরি না হলেও আর্মেনিয়াকে সাহায্য করছে রাশিয়া। সিরিয়াতে আক্রমণ করেছে রাশিয়ার সেনাবাহিন। আর তাদের ব্যপক আক্রমনে উত্তর পশ্চিম সিরিয়ায় নিহত তূর্কি মদতপুষ্ট জঙ্গী সংগঠনের ৫৪জন জঙ্গী। আহত হয়েছে শতাধিক। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে তুরক্সকে কিছুটা চাপে ফেলতে এমন কাজ রাশিয়ার।

ভয়ে কাঁপছে চীন? চীনা বিশেষজ্ঞদের মতে প্রচুর পরিমাণে বিধ্বংসী মিসাইল রয়েছে ভারতের হাতে

নিউজ ডেস্কঃ ডিফেন্স অর্থাৎ প্রতিরক্ষা ক্ষেত্রে যে অনেক কিছু গোপন করে রাখা হয়ে থাকে তা আর নতুন করে কিছু বলার নেই। তবে ভারতবর্ষের হাতে যে একের পর এক বিধ্বংসী যুদ্ধাস্ত্র আছে তা সকলেরই জানা। তবে কিছু অস্ত্র এমন আছে যা কত সংখ্যায় আছে তা কারও জানা নেই। এক চীনা বিশেষজ্ঞ প্রকাশ করেছেন যে,সব ধরনের মিলিয়ে ভারতের কাছে এই মুহূর্তে ১৪,০০০এর অধিক ব্রহ্মস মিসাইল রয়েছে। যদিও শত্রুর মুখ থেকে নিজেদের শক্তি

তৃতীয় প্রজন্মের এই মিসাইল। সাত কিলোমিটার রেঞ্জ এর মধ্যে শত্রুর যেকোন আর্মর ভেহিকেল কে ধংস করে দিতে সক্ষম

নিউজ ডেস্কঃ দীর্ঘ ৬ মাস ধরে ভারতবরসের্ব ডিফেন্স সেক্টরে যেভাবে অগ্রগতি হচ্ছে তা সত্যি প্রশংসনীয়। শত্রুপক্ষকে কোনোরকম ভাবে যে আরও ছেড়ে কথা বলবে না সেনা তা কার্যত বুঝিয়ে দিয়েছে সেনাবাহিনী। নাগ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হ‌ওয়ার সাথে সাথে একটি ভারতীয় সেনাবাহিনীর অংশ হতে সম্পূর্ণ প্রস্তুত। ভারতীয় সেনাবাহিনী খুব শীঘ্রই ৩০০ টি নাগ মিসাইল ও ২৫ টি ‘নাগ মিসাইল ক্যারিয়ার’ (NAMICA) অর্ডার করতে চলেছে। তৃতীয় প্রজন্মের এই নাগ

চীনকে জলপথে আটকাতে কোয়াড জোট ভারতের

নিউজ ডেস্কঃ চীনকে চাপে রাখতে একাধিক কৌশলের আশ্রয় নিচ্ছে ভারতবর্ষ। শুধু ভারত নয় ভারতের পাশাপাশি জাপান এবং আমেরিকাও রয়েছে। বিশেষ করে জলপথে চীনকে আটকাতে এই কাজ করছে সেনাবাহিনী। এবার অফিসিয়ালি কোয়াড জোট একসাথে মিলিটারি এক্সারসাইজ ও করবে। বঙ্গোপসাগর ও আরবসাগরে ভারত,আমেরিকা ও জাপানের নেভির মধ্যে হতে চলা মালাবার এক্সারসাইজে এবার অস্ট্রেলিয়া কে আমন্ত্রণ জানাল ভারত।

স্মার্ট মিসাইল টর্পেডো সিস্টেম। মোতায়েন করা হবে হাইপারসনিক গাইডেড ভেহিকেল। জানুন বিস্তারিত

নিউজ ডেস্কঃ চীন এবং পাকিস্তানকে চাপে রাখতে একাধিক কৌশলের আশ্রয় নিচ্ছে ভারতবর্ষ। শুধু ভারত নয় ভারতের পাশাপাশি জাপান এবং আমেরিকাও রয়েছে। চীন এবং পাকিস্তানের ভুমিতে যেকোনো সময় আক্রমণ করতে একাধিক মিসাইল তৈরি করেছে সেনাবাহিনী। এবং কিছু মাসের মধ্যে আরও কিছু বিধ্বংসী মিসাইল সেনাবাহিনীর হাতে আসবে। কে-১৫ অথবা শৌর্য হাইপারসনিক কোয়াজি ব্যলিস্টিক / হাইব্রিড ক্রুজ মিসাইলকে ফ্লেক্সিবেল প্ল্যর্টফর্ম হিসাবে গড়ে তুলতে চলেছে ডিআরডিও। ইতিমধ্যে শৌর্য আর কে-১৫ একই ডিজাইন বহন করে।

আর্মি এবং পুলিশের মধ্যে বিরাট দ্বন্দ্বের শুরু পাকিস্তানে। আহত প্রচুর

নিউজ ডেস্কঃ পাকিস্তানে যে অরাজকতা সৃষ্টি হতে চলেছে তা কিছুদিন আগেই স্পষ্ট হয়েছিল। একাধিক রাজনৈতিক দলগুলি যেভাবে ইমরান খানের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে তা নিয়ে বেশ চিন্তিত পাকিস্তান সরকার। তবে পাকিস্তানের যে এবার গৃহযুদ্ধ লাগতে চলেছে তা ও কিছুটা স্পষ্ট হয়েগেল। পাকিস্তানের করাচীতে আর্মি ও পুলিশের মধ্যে বিরাট দ্বন্দ্ব তৈরী হয়েছে। পাকিস্তানের সমস্ত বিরোধী দলগুলি সরকারের বিপক্ষে রাস্তায় নেমেছে।পাকিস্তানে গৃহযুদ্ধ শুরু হ‌ওয়ার সম্ভাবনা প্রবল এবং তার সাথে সাথে ইমরানের