উচ্চতম স্থানে চীনের বিরুদ্ধে লড়তে যেসকল ট্যাঙ্ক রেডি রাখছে সেনাবাহিনী
নিউজ ডেস্কঃ পৃথিবীর সবথেকে উচ্চতম স্থানে পাহারারত অবস্থায় থাকে। ভারতীয় আর্মি শীতের বিরুদ্ধে লড়তে যে কতোটা পারদর্শী তা ভালো করেই বুঝিয়ে দিয়েছে গোটা পৃথিবীকে। ভারতীয় সেনাবাহিনীর ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ ক্রপস পৃথিবীর একমাত্র ফর্মেশন যারা হিমালয়ের উচ্চতায় একত্রে বহু সংখ্যক মেইন ব্যাটেল ট্যাঙ্ক ইনফেন্ট্রি কমবেট ভেহিকেল এবং হেভী আর্টিলারি গান এর রক্ষণাবেক্ষণ করতে পারে তীব্র শীতের কঠিন পরিস্থিতির মধ্যেও,যখন হিমালয়ের তাপমাত্রা -৪০° অতিক্রম করবে সেই কঠিন সময়ের মধ্যেও। ভারতীয় আর্মি ইতিমধ্যেই