নিউজ ডেস্কঃ চীনের যুদ্ধবিমান গুলি ক্রয় করে যে কতোটা অসুবিধার সম্মুখীন হচ্ছে তা হয়ত পাকিস্তান ছাড়া আর কেউই সঠিক উত্তর দিতে পারবেনা। চীনের একাধিক অস্ত্র বিশেষ করে মিসাইল থেকে শুরু করে সাবমেরিন দুর্ঘটনার বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে তারা। আর সেই কারনে তাদের মুখও পুড়েছে একাধিক সময়ে।
সম্প্রতি জেএফ-১৭ ক্র্যশ করেছে রুটিং ফ্লাইটের সময়। এই নিয়ে তিনটে জেএফ-১৭ অটকের পিন্ডিঘেব অঞ্চলে ধ্বংস হল। দ্বিতীয়টা আরব সাগরে পড়েছিল। পাইলট ইজেক্ট করেছে বলে জানা যাচ্ছে। এই নিয়ে পঞ্চম যুদ্ধবিমান ধ্বংস হল পাকিস্তানের চলতি বছরে। যুদ্ধবিমানটি তারা চীনের থেকে ক্রয় করেছিল।