নিউজ ডেস্কঃ ব্রহ্মস হাতে আসার পর ভারতের নৌসেনা থেকে শুরু করে বায়ুসেনার পরিস্থিতি যে বদলেছে তা লক্ষ্য করা গেছে ইতিমধ্যে। কারন এই মিসাইল এতোটাই পারদর্শী যেকোনও সময় শত্রুপক্ষের ঘুম ওড়াতে পারে। মিসাইলকে আরও আধুনিক এবং বিধ্বংসী করে তোলা হচ্ছে।
রেমজেট ইঞ্জিন চালিত এ্যওয়াক্স কিলার ব্রাহ্মোস তৈরি হচ্ছে জানালো ব্রাহ্মোসের রুশ ডাইরেক্টর আলেকজেন্ডার মাকশেভ। তিনি জানান নতুন ব্রাহ্মোসে একই মডেলের হবে কিন্তু তার টার্গেট নির্ণয়ের সিস্টেম আলাদা হবে। ব্রাহ্মোসের নতুন মডেল তেজসে ইনস্টল করা হবে। এর রেঞ্জ ৩০০কিমির অনেক বেশি হবে বলে বিশেষজ্ঞদের মত। প্রথম টেস্ট ২০২৪সালে। অর্থাৎ তেজাসের মার্ক-১এ ভার্সানে থাকবে এই মিসাইল।