September 29, 2020

কোনওরকম ঝুঁকি নয়। -৪০ ডিগ্রীতে চীনের বিরুদ্ধে লড়তে প্রস্তুত ভারতীয় সেনা

নিউজ ডেস্কঃ  চীনের বিরুদ্ধে লড়তে একটুও পিছুপা হবেনা ভারতীয় সেনাবাহিনী। তা ইতিমধ্যে আকারে ইঙ্গিতে বোঝানো হয়েগেছে চীনকে।  সামনেই শীত আসছে! কোনো রকম ঝুকি নেবে না ভারতীয় সেনা। যে অঞ্চলে চীনের সাথে ঝামেলা সেই হব অঞ্চলে শীতে উষ্ণতা থাকে -৪০ থেকে -৫০ডিগ্রী সেন্টিগ্রেট। সেই কঠর শীত থেকে বাঁচার জন্য স্পেশাল টেন্টের ব্যবস্থা আর রেশানের পূর্ণ ব্যবস্থা করা হয়েছে। বলতে ভালো লাগছে সরকার সেনাদের সূরক্ষায় অনেক দূরব্যাপী পরিকল্পনা করেছে। আর লজেস্টিক সাপোর্টে

চীনের তৈরি যুদ্ধবিমান আবারও ধ্বংস। চলতি বছরে কত নম্বর যুদ্ধবিমান ধ্বংস হল পাকিস্তানের?

নিউজ ডেস্কঃ চীনের যুদ্ধবিমান গুলি ক্রয় করে যে কতোটা অসুবিধার সম্মুখীন হচ্ছে তা হয়ত পাকিস্তান ছাড়া আর কেউই সঠিক উত্তর দিতে পারবেনা। চীনের একাধিক অস্ত্র বিশেষ করে মিসাইল থেকে শুরু করে সাবমেরিন দুর্ঘটনার বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে তারা। আর সেই কারনে তাদের মুখও পুড়েছে একাধিক সময়ে। সম্প্রতি জেএফ-১৭ ক্র্যশ করেছে রুটিং ফ্লাইটের সময়। এই নিয়ে তিনটে জেএফ-১৭ অটকের পিন্ডিঘেব অঞ্চলে ধ্বংস হল। দ্বিতীয়টা আরব সাগরে পড়েছিল। পাইলট ইজেক্ট করেছে বলে

১ টন ওজনের বিধ্বংসী বম্ব বহন করবে ভারতের এই বিধ্বংসী যুদ্ধবিমান

নিউজ ডেস্কঃ ভারতের যুদ্ধবিমান গুলিকে যে আপগ্রেড করা হবে তা ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই একাধিক সুত্র মারফৎ জানা গিয়েছিল। এবং যুদ্ধবিমান গুলিতে অত্যাধুনিক টেকনোলোজির পাশাপাশি বিশেষ ধরনের বম্ব থাকবে তা একাধিক রিপোর্টে এসেছিল। সম্প্রতি হ্যল জানিয়েছে সুখোই-৩০এমকেআই তে ১টন ওজনের ডিআরডিও গারুথ্মা গ্লাইডেডে বোম্ব সফল ভাবে ইন্টিগ্রেট করা হয়েছে। এগুলির রেঞ্জ ১০০কিমি।

শুধু রাফালে নয়, ভারতের বিধ্বংসী এই যুদ্ধবিমানকে করা হচ্ছে আপগ্রেড। বিপদে পরতে পারে চীন

নিউজ ডেস্কঃ ভারতের হাতে রাফালে আছে বর্তমানে। তবে এছাড়াও একাধিক আধুনিক মানের যুদ্ধবিমান আছে তবে বেশ আপগ্রেড করা দরকার। আর সেই কারনে ভারতের যুদ্ধবিমান গুলিকে আপগ্রেডেশানের কাজ শুরু হয়েছে। বিশেষ করে সুখই এর মতো যুদ্ধবিমান অনেক আগেই শুরু হয়েছিল, তবে এগুলিকে এতোটাই আপগ্রেড করা হচ্ছে যা লাদাখের মতো স্থানে চীনের বিরুদ্ধে লড়তে বিশেষ সুবিধা দেবে। যখন SAP-14 কে দেখে গিয়েছিল সুখোই এর সাথে তখনই বিশেষজ্ঞরা জানিয়েছিলেন যে  ভারত ভিতরে ভিতরে

নতুনভাবে তৈরি হচ্ছে ভারতের বিধ্বংসী অস্ত্র ব্রহ্মস। বাড়ছে এর রেঞ্জ, যেকোনো সময় চীন, পাকিস্তানকে বিপদে ফেলতে পারে

নিউজ ডেস্কঃ ব্রহ্মস হাতে আসার পর ভারতের নৌসেনা থেকে শুরু করে বায়ুসেনার পরিস্থিতি যে বদলেছে তা লক্ষ্য করা গেছে ইতিমধ্যে। কারন এই মিসাইল এতোটাই পারদর্শী যেকোনও সময় শত্রুপক্ষের ঘুম ওড়াতে পারে। মিসাইলকে আরও আধুনিক এবং বিধ্বংসী করে তোলা হচ্ছে। রেমজেট ইঞ্জিন চালিত এ্যওয়াক্স কিলার ব্রাহ্মোস তৈরি হচ্ছে জানালো ব্রাহ্মোসের রুশ ডাইরেক্টর আলেকজেন্ডার মাকশেভ। তিনি জানান নতুন ব্রাহ্মোসে একই মডেলের হবে কিন্তু তার টার্গেট নির্ণয়ের সিস্টেম আলাদা হবে। ব্রাহ্মোসের নতুন মডেল

মৃগী রোগের জন্য চালকুমড়ো দারুন কাজ করে। জেনে রাখুন এর বেশ কিছু উপকারিতা

ফিল্ম অ্যান্ড স্পোর্টস ডেস্কঃ শাকসবজির বিকল্প খুঁজে পাওয়া খুবই মুশকিল। কারন এক সবজীতেই হাজারও রোগ সারাবার ক্ষমতা থাকে। আর আজকাল ডাক্তাররা রোগ সারাতে প্রাণীজ প্রোটিনের থেকে উদ্ভিদজ প্রোটিন বা ভিটামিনের উপর বেশি জোড় দিচ্ছেন। কারন বর্তমানে দিনে পচা জিনিস সতেজ রাখতে বিভিন্ন ক্যামিক্যাল ব্যবহার করছে, যা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। পাশাপাশি প্রাণীজ প্রোটিনে অনেক সময় পার্শ্ব প্রতিক্রিয়া থাকায় অনেকেই শাকসবজির উপর ভরসা করছেন। সামনেই গরমকাল বিভিন্ন শাকসবজির বাজারে পাওয়া যাবে।