ভারতবর্ষের সেনাবাহিনীতে কি বোম্বার যুদ্ধবিমান প্রয়োজন?
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের সেনাবাহিনীতে কি বোম্বার প্রয়োজন? এই নিয়ে অনেকের অনেক মত আছে। তবে জানা দরকার যে বোম্বার কেন আর কারা ব্যবহার করে?স্ট্রেটেজিক লং রেঞ্জ বোম্বার ব্যবহার করে তিনটি দেশ। আমেরিকা, রাশিয়া ও চীন। আমেরিকার শত্রু চীন ও রাশিয়া। অন্য দিকে চীন রাশিয়ার শত্রু আমেরিকা তথা পশ্চিমী বিশ্ব। এই সব শত্রু দেশ গুলির সাথে ভারতের শত্রু দেশ গুলির আকাশ পাতাল তফাত। ভারতের দটি শত্রু তাদের প্রতিবেশী দেশ গুলি। অন্যদিকের আমেরিকা