নিউজ ডেস্কঃ ভারতের মধ্যে ইতিমধ্যে বেশ কিছু রাফালে এসে পৌঁছেছে। আর বেশ কিছু রাফালে আসা বাকি। মোট ৩৬ টি রাফালে ভারতবর্ষের হাতে আসার কথা অস্ত্র সহ। অর্থাৎ ভারতের রাফালের গুলি যে ফ্রান্সের রাফালের থেকে অত্যাধুনিক এবং বিধ্বংসী হবে তা ইতিমধ্যে জানানো হয়েছে। মোট ১৩ টি আপগ্রেডেশান করা হবে ভারতের হাতে থাকা রাফালে গুলির।
ভারতের রাফালে যে ১৩টি ইন্ডিয়ান স্পেশিফিক আপগ্রেড করা হবে তার একটা হল লোব্যন্ড জ্যমার। অর্থাৎ রাফাল স্পেকট্রা জ্যমারের সাথে একটি আলাদা রেডার জ্যমার নিয়ে উড়বে যে জ্যামারের কাজ SAP-14 এর মত। সাথে অতিরিক্ত IRST রয়েছে রেডার অফ রেখে টার্গেট শনাক্তকরণ করার জন্য। যেটা ফ্রেঞ্চ রাফালেতে নেই।