নিউজ ডেস্কঃ আসতে আসতে যে ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়াবে তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল। এপ্রিল মে জুনের ত্রৈমাসিকে ভারতের জিডিপির রেকর্ড ধ্বস -23.9% হওয়ার পর ঘুরে দাড়াচ্ছে ভারতের অর্থনীতি। লকডাউন এখনও সম্পূর্ন শেষ হয়নি দেশের অনেক রাজ্যে। তারই মধ্যে ভারতের রপ্তানি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারতের এক্সপোর্ট ১৩.৩৫শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৬.১২বিলিয়ন। অন্যদিকে ২১.৩৭শতাংশ কমে ৬.৮৫বিলিয়ন হয়েছে। ট্রেড ডেফিসিট কমে ৭৩০মিলিয়ন।
ভারতের ফরেন এক্সচ্যঞ্জ রিজার্ভ ৫৮২মিলিয়ন বৃদ্ধি পেয়ে দাড়ালো $৫৪২.০১৩বিলিয়ন। এদিকে সোনা রিজার্ভ ৩২১মিলিয়ন বৃদ্ধি পেয়ে $৩৭.৫২১বিলিয়নে দাড়িয়েছে। অর্থনীতির ব্যপারে যে কাজ করতে হবে সে বিষয়ে সন্দেহ নেই। তবে -২৩.৯শতাংশ জিডিপি ত্রৈমাসিকে হ্রাস পাওয়ার বড় কারন লক ডাউন ছিল। লক ডাউন যত উঠবে আর কলকারখানা যত তারতারি শুরু হবে তত পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে এমনটাই মত বিশেষজ্ঞদের।