বিধ্বংসী সাবমেরিন। গোয়েন্দা তৎপরতা চালানো, শত্রুর জাহাজ বা সাবমেরিন ডুবিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে তৈরি করা
নিউজ ডেস্কঃ ব্রিটিশ নৌবাহিনীর নতুন পরমাণু সাবমেরিন এইচএমএস অডিসাস এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। কিছু মাস আগেই সমুদ্রে নামানো হয় এই সাবমেরিন। ৯৭ মিটার লম্বা এবং ৭,৪০০ টন ওজনের সাবমেরিন এটি। ১ হাজার কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতেও সক্ষম এইচএমএস অডিসাস। তবে বিস্ময়কর বিষয় হল এই যে সাবমেরিনটি টানা ২৫ বছর সমুদ্রের তলে থাকতে পারবে। আগামী বছর থেকে ব্রিটিশ নৌবাহিনীর তৎপরতায় অংশ নেবে এই সাবমেরিন। এই সাবমেরিনকে এমনভাবে তৈরি