নিউজ ডেস্কঃ আমেরিকা। পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ। বিশেষ করে তাদের যুদ্ধবিমান। আমেরিকার বায়ুসেনার যুদ্ধবিমানের সাথে যুদ্ধ করে পেরে ওঠার ক্ষমতা পৃথিবীর কোনও দেশেরই সেভাবে নেই। কারন তাদের হাতে থাকা যুদ্ধবিমান গুলি যেমন ধ্বংসাত্মক ঠিক তেমনই প্রচুর পরিমাণে আছে। তবে কোন যুদ্ধবিমান কত পরিমাণে আছে? বা সংখ্যা কত? বা এখন আমেরিকার বায়ুসেনার হাতে কতগুলি যুদ্ধবিমান আছে বা কত গুলি ভবিষ্যতে আরও যুক্ত হবে তাদের সেনাবাহিনীতে?
আমেরিকার সেনাবাহিনীতে কত গুলি আক্রমণ করার মতো যুদ্ধবিমান আছে? সেই সংখ্যাই দেওয়া হল
যুদ্ধবিমানের নাম টাইপ সার্ভিস কত গুলি অর্ডারে আছে
বি ২ স্পিরিট স্টেলথ বম্বার ২০ নেই
স্ট্র্যাটেজিক বম্বার স্ট্র্যাটেজিক বম্বার ৫৯ নেই
এফ ২২র্যাপ্টর স্টেলথ এয়ার সুপিরিওটি ১৮৬ নেই(একমাত্র পঞ্চম প্রজন্মের বিমান)
এফ ১৫ ঈগল এয়ার সুপিরিওটি ২৬৬ ২৬টি ট্রেনিং র জন্য ব্যবহার করা হয়
এফ ১৫ স্ট্রাইক ঈগল মাল্টিরোল ২১৯ নেই
এফ ৩৫ লাইটনিং ২ মাল্টিরোল ২২৯ ১৫৩৪ টি
এফ ১৬ ফাইটিং ফ্যাল্কন মাল্টিরোল ১০৭৮ ১৫০ টি ট্রেনিং এর জন্য ব্যবহার করা হয়
এ ১০ থান্ডার বোট ১০ আট্যাক ২৮৭ নেই
লকহিড এসি ১৩০ গ্রাউন্ড আট্যাক ৩২ নেই
বি ৫২ স্ট্র্যাটফরটরেস হেভি বম্বার ৭৪ নেই
অর্থাৎ বর্তমানে মোট যুদ্ধবিমানের সংখ্যা 2450 টি। পাশাপাশি প্রায় ১৫০০ বিমান অর্ডার করা হয়েছেও। অর্থাৎ কিছুদিনের মধ্যে এই ১৫০০ যুদ্ধবিমান তাদের বায়ুসেনায় যুক্ত হতে চলেছে। যদিও তাদের বেশিরভাগ যুদ্ধবিমান গুলি তৈরি হয়েছিল ১৯৭০ এবং ১৯৮০ র দশকে। যা প্রচুর পরিমাণ আছে তাদের বিমান বাহিনীতে। তাদের বিমানবাহিনীতে ৭০ র দশকের ও প্রচুর হেভি বম্বার আছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে ১৯৭০ এবং ১৯৮০ র দশকে তারা প্রচুর পরিমাণ বিমান তৈরি করেছিল।