নিউজ ডেস্কঃ শহর কলকাতায় আনাচে কানাচে ঘুরতে থাকা প্রেমিকরা যেন মুক্ত বাতাসের মতো।তাই এই শহরটাকে আমাদের কাছে একটি ভালবাসার শহর।কিন্তু বর্তমানে এই মুক্ত বাতাসকে যেন মেঘে ঘিরে নিয়েছে অর্থাৎ করোনা মানুষদের ঘরবন্দীর সাথে প্রেম বন্দী করে দিয়েছে।একে অপরের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিয়েছে।তাই এখন ভালবাসার মানুষদের কাছে পড়ে রয়েছে পুরানো দিনে কাটানো ক্যাপচার করা কিছু স্মৃতি।
ঠিক এই দৃশ্য আমাদের কাছে তুলে ধরেছে একটি রোম্যান্টিক গানের মাধ্যমে টলিউডের দুই তারকা। এতে অভিনয় করেছেন রিতীশা গাঙ্গুলি এবং সুমিত। পরিচালনা করেছেন মেহবুব আলম খান। সোমনাথ গাইন প্রডাকশানের এই গানটি গেয়েছেন সুমন মিত্র এবং গানের লিরিক্স দিয়েছেন মিলন সুমন।