মহালয়ার দিন মানুষ তর্পণ করে কেন?
মহালয়ার দিন সকালবেলায় গঙ্গার ঘাটে গিয়ে পুরুষেরা তর্পণ করেন।এই তর্পণ করার রীতি শুরু হয়েছিল বহু কাল থেকেই।বলা হয় যে তর্পণ করা হয় প্রয়ত পূর্বপুরুষদের জন্যে।মনে করা হয় যে এই সময় প্রয়াত পূর্বপুরুষের আত্মা পৃথিবীর খুব কাছে বিরাজ করে বলে বিশ্বাস।আর তাই মহালয়ার দিন তর্পণ করেন।কিন্তু কিভাবে এই তর্পণ করার রীতির প্রচলন হয়েছিল এবং কারা করেছিলেন? জেনে নিন তর্পণের রীতি প্রচলনের অজানা কাহিনী। পৌরাণিক কাহিনী অনুযায়ী, মহাভারতে কর্ণের মৃত্যু হওয়ার পর