ইসলামিক দেশ গুলি অনুযায়ী সেরা বিমানবাহিনী কোন দেশের হাতে জানেন?

ইসলামিক দেশ গুলি অনুযায়ী সেরা বিমানবাহিনী কোন দেশের হাতে জানেন?

নিউজ ডেস্কঃ মধ্য প্রাচ্যের মধ্যে মিশরের বায়ুসেনাকে সবচেয়ে শৌখিন বায়ুসেনা বলা হয়ে থাকে।  কারন একমাত্র দেশ যাদের হাতে আমেরিকা এবং রাশিয়ার বিভিন্ন ধরনের যুদ্ধবিমান রয়েছে। তবে কিছুদিনের মধ্যেই মধ্য প্রাচ্যের প্রথম দেশ হিসাবে রাশিয়ান SU-35 এর মালিক হতে চলেছে মিশর। এবছরেই তারা দুটি SU-35 এর ডেলিভারি পাবে।বাকি ২৪ টি ২০২৩ এর মধ্যে।

তাহলে মিশরীয় বিমান বাহিনীর চেহারা কি দাড়াল ?

SU-35 E = 26 টি
Rafale D/E = 24 টি
Mirage-2000 EM/BM = 19 টি
Mig-29 M = 44 টি
F-16 A/B/C/D = 218 টি
Mirage-5 = 81 টি

এই মিশর আমেরিকার AH-64D অ্যাপাচি ও ব্যবহার করে আবার রাশিয়ান KA-52 অ্যালিগেটর ও ব্যবহার করে। এবার দেখার বিষয়,SU-35 ক্রয় এর পর আমেরিকার কি প্রভাব মিশরের উপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *