যুদ্ধজাহাজ কেনার ক্ষমতা কেন নেই পাকিস্তানের?
নিউজ ডেস্কঃ ভারতের হাতে দুটি এয়ার ক্র্যাফট ক্যারিয়ার। দুটি তৈরি চলছে। এবং বেশ কয়েকটি তৈরি করার কথোপকথন চলছে। কিন্তু আজ পর্যন্ত একটিও এয়ার ক্র্যাফট তৈরি তো দূরের কথা কিন্তেও পারেনি পাকিস্তান। কিন্তু কেন? প্রথমত পাকিস্তানের কাছে এয়ার ক্র্যাফট ক্যরিয়ার কেনার মতো অর্থনৈতিক সমর্থ নেই। ভারতীয় এয়ার ক্র্যাফট ক্যরিয়ার আই এন এস বিক্রমাদিত্য ক্রয় করতে খরচ হয়েছিল প্রায় ২.৫ বিলিয়ন ডলার। অর্থাৎ প্রায় ১৯,০০০ কোটি টাকা। এবং রক্ষনাবেক্ষনের জন্য প্রতিবছর প্রায়