৭ লক্ষের উপর অত্যাধুনিক রাইফেল আসতে চলেছে সেনাবাহিনীর হাতে
নিউজ ডেস্কঃ ভারতবর্ষ যে রাশিয়ার থেকে বিধ্বংসী রাইফেল ক্রয় করতে চলেছে তা ইতিমধ্যে প্রকাশ পেয়েছিল। এবার তাতে শিলমোহর লাগাল রাশিয়ার নিউজ এজেন্সি স্পুটনিক। ভারত এবং রাশিয়ার মধ্যে AK-203 অ্যাসল্ট রাইফেল চুক্তিটি সম্পূর্ণ হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চুক্তিপত্রে সাক্ষর করেছেন। স্পুটনিক আরো জানিয়েছে যে ভারত মোট ৭,৭০,০০০ AK-203 ক্রয় করবে। যার মধ্যে এক লক্ষ রাইফেল সরাসরি রাশিয়া থেকে আসবে,বাকি ছয় লক্ষ সত্তর হাজার ভারতে তৈরী হবে।