নিউজ ডেস্কঃ চীন বা পাকিস্তান যে সর্বদা ভারত বিরোধী কাজ করবে তা অনেকবার প্রমান করেছে ইতিমধ্যে তারা। এই নিয়ে বিশ্ব রাজনীতিতে অনেক বিরুপ প্রভাব ও পড়েছে পাকিস্তানের বিরুদ্ধে। তবুও তাদের কোনও তাপ উত্তাপ নেই। তাদের কোনও প্রভাব পড়েনি। এবার তাদের কিছুটা হলেও শিক্ষা দেওয়া হল।
ফেসবুক পাকিস্তান থেকে অপরেট করা ৪৫৩টি এ্যকাউন্ট, ১০৩টি পেজ, ৭৮টি গ্রুপ ও ১০৭টি ইনস্টাগ্রাম এ্যকাউন্ট ডিলিট করে দিয়েছে। এই গ্রুপ, পেজ ও এ্যকাউন্টগুলি ভারত বিরোধী কার্যকলাপ এবং ভুল খবর প্রচার করছিল।