নিউজ ডেস্কঃ রাফালে আসার পর যে ভারতবর্ষ স্বস্তি পেয়েছে তা বলাই বাহুল্য। তবে মাত্র ৫ টি রাফালে এসে পৌঁছেছে ভারতের হাতে। মোট ৩৬ টি রাফালে ভারতের কাছে আসার কথা। তবে সব ঠিকঠাক থাকলে হয়ত ২০০ র রাফালের সংখ্যা হবে ভবিষ্যতে সেনাবাহিনীতে এমনটাই মত বিশেষজ্ঞদের।
দ্বিতীয় ব্যাচের রাফালে খুব শীঘ্রই ভারতের হাতে আসতে চলেছে। অক্টোবরে ভারতে আসতে চলেছে আরও বেশ কিছু রাফালে।
দ্বিতীয় ব্যাচে চারটি রাফায়েল আম্বালা এয়ারফোর্স বেসে আসবে।