নিউজ ডেস্কঃ তেজাস। নামটি শুনলেই সবার আগে মাথায় আসে ভারতীয় বিমানবাহিনীর কথা। দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানটি কিছু মাস আগেই যুক্ত হয়েছে ভারতের সেনাবাহিনীতে।
এই যুদ্ধবিমানকে নিয়েই ছবি হতে চলেছে।এই ফাইটার ভারতের গর্ব। “তেজস” এই বছরের শেষে ডিসেম্বরে আসছে। ফাইটারের সাথে মিল রেখেই ফিল্মের নাম “তেজস” রাখা হয়েছে। এই বছরের শেষেই শুরু হবে শ্যুটিং।
পাইলটের ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাউতকে। এছাড়াও ছবিটি পরিচালনা করছে পরিচালক সুরভেশ মেওয়ারা। ছবি নির্মাতা এর আগে তৈরি করেছে “উরি দ্য সারজিক্যাল স্ট্রাইক” এর মতো ছবি।