নিউজ ডেস্কঃ ৩৭০ ধারা ওঠানো নিয়ে অনেক প্রশ্ন তুলেছিল। বিশেষ করে ভারতবর্ষের বিরোধী দলগুলি। কিছু দলের আখেরে যে ক্ষতি হবে সেই কারনেই তারা এর বিপক্ষে বলেছিল বলে মত বিশেষজ্ঞদের। তবে ৩৭০ ধারা ওঠানোর পর থেকে কাশ্মীরের পরিস্থিতি যে আসতে আসতে শান্ত হয়েছে তা একাধিকবার প্রমান হয়েছে।
এটাই কাশ্মীরের নতুন দেওয়াল চিত্র। আর্টিকেল ৩৭০ তুলে নেবার পর থেকে এখনও পর্যন্ত কাশ্মীরে অনেক পরিবর্তন এসেছে। আগে যেখানে কাশ্মীরের বহু স্থানে দেওয়ালে লেখা থাকত “কাশ্মীর বানেগা পাকিস্তান” । সেখান থেকে পরিবর্তন হয়ে লেখা থাকছে “কাশ্মীর হার্ট বিটস অনলি ফর ইন্ডিয়া”। এর ফলে সেনাদের মনোবল বৃদ্ধি পেয়েছে বলে মত একাধিক মহলের।