September 6, 2020

রাশিয়াকে না। চীন, আমেরিকা সাথে থাকায় রাশিয়া পাশে পাবেনা ভারতবর্ষকে

নিউজ ডেস্কঃ ভারতের সাথে রাশিয়ার বন্ধুত্ব যে কত পুরনো তা জানে সমগ্র বিশ্ব। সামরিক জিনিস ক্রয় থেকে শুরু করে যুদ্ধের সময় ভারতকে সাহায্য করা। বিশেষভাবে সাহায্য পেয়েছে ভারত রাশিয়ার থেকে। দীর্ঘদিন ধরে রাশিয়ার সাথে মিলিটারি প্র্যাকটিস করেছে ভারত। আগামী মাসে রাশিয়ায় সংগঠিত হতে চলেছে কুড়িটি দেশের সৈন্য মহড়া। এবছর অংশগ্রহণ করতে দেখা যাবে না ভারতকে। এমনটাই রাশিয়াকে জানিয়েছে ভারত। কারণ হিসাবে বৈশ্বিক মহামারী কে তুলে ধরা হয়েছে। বিশেষজ্ঞদের মতে কিন্তু

৩৭০ ধারার বিরাট সাফল্য। কাশ্মীরে সেনাদের আলদা করে সম্মান প্রদান

নিউজ ডেস্কঃ ৩৭০ ধারা ওঠানো নিয়ে অনেক প্রশ্ন তুলেছিল। বিশেষ করে ভারতবর্ষের বিরোধী দলগুলি। কিছু দলের আখেরে যে ক্ষতি হবে সেই কারনেই তারা এর বিপক্ষে বলেছিল বলে মত বিশেষজ্ঞদের। তবে ৩৭০ ধারা ওঠানোর পর থেকে কাশ্মীরের পরিস্থিতি যে আসতে আসতে শান্ত হয়েছে তা একাধিকবার প্রমান হয়েছে। এটাই কাশ্মীরের নতুন দেওয়াল চিত্র। আর্টিকেল ৩৭০ তুলে নেবার পর থেকে এখনও পর্যন্ত কাশ্মীরে অনেক পরিবর্তন এসেছে। আগে যেখানে কাশ্মীরের বহু স্থানে দেওয়ালে লেখা

দেশীয় প্রজুক্তির বিমান “তেজস”। আসছে ছবি

নিউজ ডেস্কঃ তেজাস। নামটি শুনলেই সবার আগে মাথায় আসে ভারতীয় বিমানবাহিনীর কথা। দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানটি কিছু মাস আগেই যুক্ত হয়েছে ভারতের সেনাবাহিনীতে। এই যুদ্ধবিমানকে নিয়েই ছবি হতে চলেছে।এই ফাইটার ভারতের গর্ব। “তেজস” এই বছরের শেষে ডিসেম্বরে আসছে। ফাইটারের সাথে মিল রেখেই ফিল্মের নাম “তেজস” রাখা হয়েছে। এই বছরের শেষেই শুরু হবে শ্যুটিং। View this post on Instagram For all the brave hearted and strong headed women in Uniform who

পঞ্চায়েত প্রধানদের হত্যা। কাশ্মীরে জঙ্গি বিরোধী অপারেশনে বিরাট সফলতা ইন্ডিয়ান আর্মির

নিউজ ডেস্কঃ কাশ্মীরে ৩৭০ ধারা ওঠানোর পর থেকে থেকে জঙ্গি কার্যকলাপ যে কমেছে তা বলাই বাহুল্য। তবে ভারতীয় সেনার তৎপরতায় বেশ কিছু জঙ্গিদের পথে আনতে পেরেছে তারা। কাশ্মীরে জঙ্গি বিরোধী অপারেশনে বিরাট সফলতা পেয়েছে ইন্ডিয়ান আর্মি। সোফিয়ানের কিলোরা তে চার পাকিস্তানি সমর্থিত আল-বদর জঙ্গিকে ক্ষতম করেছে আর্মি। আরেক জঙ্গি মৃত্যু ভয়ে আত্মসমর্পণ করেছে। এই দলটি কাশ্মীরে পঞ্চায়েত প্রধানদের হত্যার কাজে বিশেষভাবে জড়িত ছিল। মৃত জঙ্গিদের মধ্যে জেলা কমান্ডার শাকোর প্যারি

দেশ বিদেশের প্রচুর ছাত্রছাত্রি নিয়ে ১০০০ বছরের পুরনো সংস্কৃত পড়ানোর উদ্যোগ

নিউজ ডেস্কঃ প্রাচীন ভারতে বিজ্ঞান যে কতোটা উন্নত ছিল তা একাধিকবার প্রমান হয়েছে। শুধু তাই নয় খ্রিষ্টের জন্মের ২৬০০ বছর আগে সুশ্রুত অপারেশান করতেন। বিজ্ঞানের পাশাপাশি সংস্কৃত ছিল এক বিরাট অঙ্গ। সংস্কৃতকে অনেক আধুনিক ভাষা বলা হয়ে থাকে। প্রাচীন ভারতের ঐতিহ্যকে মনে করে আইআইটি ইন্দোরের অভিনব পদক্ষেপ। সংস্কৃততে পড়ানো হবে বিজ্ঞান। হ্যাঁ সংস্কৃততে বিজ্ঞান পড়ানোর বিশেষ কোর্স শুরু হল আইআইটি কানপুরে। সারা বিশ্বের ৭৫০জন ছাত্রছাত্রি এই কোর্সের জন্য ভর্তি হয়েছে।