নিউজ ডেস্কঃ আশ্বিন মাস আসলেই মনে হয় দেবী দুর্গার আগমনের সময় চলে আসেছে।কারন আশ্বিন মাসেই হয় দেবী দুর্গার পূজা।তাই আমরা জানি যে এই মাসটি দেবী দুর্গার পূজা করার আসল সময়।কিন্তু সেটি আদতে নয়।এই মাসটিতে দেবী দুর্গা পূজা করার আসল সময় নয় বলে জানা যায় পুরান থেকে।কিন্তু কেন আশ্বিন মাসটি দেবী দুর্গা পূজা করার সময় নয় সেটা জেনে নিন।
রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য বানরসেনা-সহ উপস্থিত হন রাবনে লঙ্কায় এবং রাম সেখানে গিয়ে যুদ্ধক্ষেত্রে রাবনের উগ্ররূপ দেখে চিন্তায় পড়েছিলেন। কারন রাম জানতেন না যে রাবণ দেবাদিদেব মহাদেবকে কঠোর তপস্যায় সন্তুষ্ট করে বর লাভ করেছেন। আর এই কারনে রাবণকে যুদ্ধে হারানো অসম্ভব। এ দিকে রাবণ বধ না হলে তো সীতা উদ্ধারের আশা নেই। কারণ দৈবববাণীতে ছিল যে রামই একমাত্র রাবণ বধ করতে পারবেন। তাই এই সমস্যা থেকে উদ্ধারের জন্য প্রজাপতির ব্রহ্মার উপদেশে রাম দেবী দুর্গায় পূজা করেন।কিন্তু সেটা যেহেতু ছিল আশ্বিন মাস তাই রামচন্দ্রকে দেবীর দুর্গার বোধন করতে হয়েছিল কারন পুরাণে কথিত যে আমাদের ৬-মাসে দেবতাদের একদিন এবং বাকি ৬-মাস একরাত।মাঘ থেকে আষাঢ় পর্যন্ত ৬-মাসকে বলে উত্তরায়ণ এবং শ্রাবণ থেকে পৌষ পর্যন্ত ৬-মাসকে বলে দক্ষিণায়ান। উত্তরায়ণ-এর সময় দেবতারা জাগ্রত থাকেন। দক্ষিণায়নের সময় ঘুমন্ত। শরৎকাল বা শারদ উৎসব পড়ে দক্ষিণায়নে। দেবতারা ঘুমন্ত।তাই পুজোর প্রথম কাজ তাঁদের জাগাতে হবে। সেই কারণেই রামচন্দ্র দেবীর বোধন করেছিলেন।আর এই জন্যই রামচন্দ্রের করা দুর্গা পূজাকে অকালবোধন বলা হয়।