নিউজ ডেস্কঃ ভারতবর্ষের একটি অন্যতম উৎসব হল দোল উৎসব যেখানে রঙ দিয়ে খেলা হয় অর্থাৎ একজন অন্যজনকে রঙ মাখায় এভাবে দোল উৎসব পালন করে ভারতের মানুষজন।ভারতের মানুষেরা রঙ খেলা সম্পর্কে সবই জানে কিন্তু এই রঙ খেলা মতনই এমন একটি খেলা আছে যেটি ভারতের একটি জায়গায় আয়োজন করা হয়েছিল সেই সম্পর্কে প্রায় মানুষই জানেন না।এই খেলাটির নাম হল লা টম্যাটিনা ফেস্টিবেল।এই খেলাটি ভারতের পাটনাতে Funtasia Water Park ২০১৩ সালে অনুস্থিত হয়েছিল।তবে এই উৎসব সম্পর্কে অনেকেই জানেন না।তাহলে জেনে নিন এই লা টম্যাটিনা ফেস্টিবেল।
লা টম্যাটিনা ফেস্টিবেল পূর্ব স্পেনের Valencian Bunol শহরে অনুস্থিত হয়।এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল ১৯৪৫ সালে এবং এই অনুষ্ঠানটি প্রতিবছর অগাস্ট মাসের শেষ বুধবার পালন করেন ওখানকার মানুষজন।এই অনুষ্ঠানটি টমেটো দিয়ে খেলা হয়। বর্তমান পরিস্থিতি অর্থাৎ কোভিড-১৯ এর জন্য এই বছর এই অনুষ্ঠানটি করা হয়নি।তবে এই অনুষ্ঠানটির কিছু নিয়ম আছে যেমন-টমেটো ছোড়ার আগে ভালো করে চটকে নিতে হবে যাতে কোন প্রকার আঘাতের ঘটনা না ঘটে, টমেটো ছাড়া অন্য কোন কিছুই ছোড়া যাবে না, অংশগ্রহণকারীদের অবশ্যই ট্রাক , লরি অর্থাৎ যানবাহনের থেকে নিরাপদ দূরত্বে থাকতে।
সুরক্ষা কর্মীদের নির্দেশ মানতে হবে। টমেটো প্রতিযোগীতা শেষ ঘোষণা করার পরে আর কোন টমেটো ছোড়া যাবে না ইত্যাদি।এই অনুষ্ঠানটি ভারতের পাটনাতে করা হলেও ভারতের এমন দুটি জায়গায় অর্থাৎ কর্ণাটক এবং দিল্লীতে এই অনুষ্ঠানটি উদযাপন করার প্রচেষ্টা করা হয়েছিল কিন্তু সেটি কার্যকর হয়নি।তবে ভারত ছাড়াও কলারাডোর লেক কাউন্টির টুইন লেকস শহর, কলম্বিয়ার সুতারমারচানে শহর, চীনের কুয়াংতুং প্রদেশের তুংকুয়ান শহর এবং আমেরিকার নেভাদার রেনো শহর ইত্যাদি জায়গায় এই টমেটো প্রতিযোগীতাটি প্রতিবছর আয়োজন করেন।