নিউজ ডেস্কঃ চীন-ভারত উত্তেজনার পর একটা ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে যে ভারতবর্ষ ডিফেন্সের জন্য বাজেট বাড়াবে পাশাপাশি ঢেলে সাজানো হবে ভারতের ডিফেন্স সেক্টরকে। এবং সেই মতো একাধিক কাজ ও শুরু করে দিয়েছে।
নৌবাহিনীর জন্য এমারজেন্সী পারচেজে হিসেবে অজানা সংখ্যক রিমোট কন্ট্রোল আর্মড বোট কেনা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর জন্য। সূত্রের খবর ইসরায়েল থেকেই কেনা হতে পারে এই কন্ট্রোল বোর্ড গুলি।এগুলিকে লাদাখে চীন-ভারত সীমান্তে প্রধানত প্যাঙ্গং লেকে মোতায়েন করার চিন্তাভাবনা চলছে।