August 25, 2020

দিল্লি থেকে লন্ডন বাস চালু হচ্ছে। তবে জানেন কি কলকাতা লন্ডন বাস সার্ভিস চালু ছিল স্বাধীনতার ১০ বছর পরেও

নিউজ ডেস্কঃ একটা সময় ছিল যখন ব্রিটিশ রাজত্ব চলত সারা বিশ্ব জুড়ে। এমনও বলা হত যে সূর্য যেখান থেকে ওঠে আর যেখানে অস্ত যায় ততদুর পর্যন্ত রয়েছে ব্রিটিশ রাজত্ব। তবে এই রাজত্ব করতে গিয়ে অনেক সার্ভিস ছিল, যা চোখে পরার মতো। এমন একসময় ছিল যখন কলকাতা থেকে লন্ডন পর্যন্ত বাস সার্ভিস ছিল। ইংল্যান্ডের ভিক্টোরিয়া বাস স্টেশন থেকে বাস ছাড়া হত। সেখানে স্পষ্ট একটি বাসের উপর দেখা যাচ্ছে লেখা আছে “লন্ডন-কলকাতা-লন্ডন”।

ভারতীয় বিমানবাহিনীতে যুদ্ধবিমান গুলি ৫০ বছর ধরে সার্ভিস দিয়ে এসেছে

নিউজ ডেস্কঃ ১৯৮৬ সালে শেষ মিগ ২৭ তৈরি হয়েছিল, তারপর বন্ধ হয়ে যায় মিগ ২৭ তৈরি।  রাশিয়া এই যুদ্ধ বিমানটি কে অবসরন করে নিলেও কাজাখাস্থান ও ভারতীয় সেনা বাহিনীতে এই বিমানটি দেখা যায়। তবে মিগ ২৭ নয়, এর থেকেও পুরনো একটি বিমান যা ভারতীয় সেনা বাহিনী সহ একাধিক সেনা বাহিনীতে প্রায় ৫ দশক ধরে আছে। এবং যে বিমানটি রাশিয়ার মিগ এরই। তা হল মিগ ২১। বর্তমানে ভারত ছাড়াও ক্রোয়েশিয়া এবং

সামনেই মহালয়া। এই মহালয়ার দিন সকলে তর্পণ কেন করে জানেন?

নিউজ ডেস্কঃ মহালয়ার দিন সকালবেলায় গঙ্গার ঘাটে গিয়ে পুরুষেরা তর্পণ করেন। এই তর্পণ করার রীতি শুরু হয়েছিল বহু কাল থেকেই।বলা হয় যে তর্পণ করা হয় প্রয়ত পূর্বপুরুষদের জন্যে।মনে করা হয় যে  এই সময় প্রয়াত পূর্বপুরুষের আত্মা পৃথিবীর খুব কাছে বিরাজ করে বলে বিশ্বাস।আর তাই মহালয়ার দিন তর্পণ করেন।কিন্তু কিভাবে এই তর্পণ করার রীতির প্রচলন হয়েছিল এবং কারা করেছিলেন? জেনে নিন তর্পণের রীতি প্রচলনের অজানা কাহিনী। পৌরাণিক কাহিনী অনুযায়ী, মহাভারতে  কর্ণের