দিল্লি থেকে লন্ডন বাস চালু হচ্ছে। তবে জানেন কি কলকাতা লন্ডন বাস সার্ভিস চালু ছিল স্বাধীনতার ১০ বছর পরেও
নিউজ ডেস্কঃ একটা সময় ছিল যখন ব্রিটিশ রাজত্ব চলত সারা বিশ্ব জুড়ে। এমনও বলা হত যে সূর্য যেখান থেকে ওঠে আর যেখানে অস্ত যায় ততদুর পর্যন্ত রয়েছে ব্রিটিশ রাজত্ব। তবে এই রাজত্ব করতে গিয়ে অনেক সার্ভিস ছিল, যা চোখে পরার মতো। এমন একসময় ছিল যখন কলকাতা থেকে লন্ডন পর্যন্ত বাস সার্ভিস ছিল। ইংল্যান্ডের ভিক্টোরিয়া বাস স্টেশন থেকে বাস ছাড়া হত। সেখানে স্পষ্ট একটি বাসের উপর দেখা যাচ্ছে লেখা আছে “লন্ডন-কলকাতা-লন্ডন”।