নিউজ ডেস্কঃ ডিফেন্স থেকে শুরু করে দেশে বিদেশী বিনিয়োগের পরিমাণ ভারতে বেড়েই চলেছে। যার ফলে আসতে আসতে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। শুধু তাই নয় শেষ কয়েক মাসে ফরেন এক্সচেঞ্জে রিসার্ভের পরিমাণ প্রচুর বেড়েছে।
ভারতের ফরেন এক্সচ্যেঞ্জ রিজার্ভের বিরাট বৃদ্ধি পেয়েছে। এক ধাক্কায় $11.9 billion বৃদ্ধি পেয়ে ফরেন রিজার্ভ দাঁড়িয়েছে $534.5 billion। অন্যদিকে গোল্ড রিজার্ভ USD 1.525 billion বৃদ্ধি পেয়ে হয়েছে USD 37.625 billion।