August 18, 2020

৫০ বছর আগে s-300  সার্ভিসে আসে। রাশিয়ার এই পুরনো টেকনোলোজি ক্রয় আমেরিকার। পেছনে কি মতলব?

নিউজ ডেস্কঃ আমেরিকার থেকে রাশিয়া অনেক জায়গায় অনেক এগিয়ে তা একাধিক ক্ষেত্রে প্রমান পাওয়া গেছে। বিশেষ করে এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষেত্রে। রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম যেকোনো সময় অ্যামেরিকাকে বিপদে ফেলতে পারে। কিছুদিন আগেই আমেরিকার এক ড্রোন নিজেদের দখলে নেয় রাশিয়া। সম্প্রতি ইউক্রেন তার S-300 এয়ারডিফেন্স সিস্টেম আমেরিকা কে বিক্রি করে দিতে চলেছে এবং বদলে অবসরে যাওয়া S-125 সিস্টেম কে সার্ভিসে আনবে। তবে S-300 যে আমেরিকার কাছে নতুন তা নয়, ব্যাপারটা

চীনের রেডারকে জ্যাম করতে রাফালেতে যোগ হল অত্যাধুনিক প্রযুক্তি

নিউজ ডেস্কঃ ভারত-চীন উত্তেজনার মধ্যেই যে রাফালে ভারতের হাতে আসতে পারে তা অনেক আগেই একাধিক সুত্র মারফৎ জানা গিয়েছিল। এবং সেইমত ভারতের হাতে রাফালে এসে পৌছায়। এবং সেই গুলি যে চীন সীমান্তে ব্যবহার করা হতে পারে তা ও একরকম নিশ্চিত ছিল আন্তর্জাতিক মহল। আর ঠিক সেইমতোই ভারতীয় বিমানবাহিনী নিজের পাঁচটি রাফাল ফাইটারজেটকে লাদাখের চীন সীমান্তে নাইট ফ্লাইট ট্রেনিং এ নামিয়েছে। আর এর ফলে রাফালে সম্পূর্ন অপরেশেনাল হল। রাফাল লাদাখে ভারতের

৫২০০০ ফুট উচ্চতায় ২৫০০ কিমি/ ঘণ্টা গতিবেগে উড়বে এই ভারতীয় যুদ্ধবিমান

নিউজ ডেস্কঃ ভারতীয় যুদ্ধবিমান গুলির দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে এখনও ভারতের হাতে প্রায় ১০০ র উপর মিগ বিমান রয়েছে। বিশেষ করে মিগ ২১। যদিও এই মিগ বিমান গুলিকে আসতে আসতে অবসর করানো হচ্ছে। তবে সম্প্রতি মিগ ২৯ ক্রয় করেছে, যদিও সেগুলিকে একাধিক আপগ্রেড করানো হয়েছে। সেই কারনে মিগ ২৯ গুলিকে আর আগের মিগ ২৯ বলা যাবেনা। তবে মিগ বিমান গুলির অবস্থা যে শোচনীয় তা একাধিক সমীক্ষায় ইতিমধ্যেই সামনে