ইন্ডিয়ান এয়ারফোর্স কে অত্যাধুনিক ইঞ্জিন সরবরাহ। চীনের পঞ্চম প্রজন্মের বিমান ব্যবহার করে থাকে এই ভয়ংকর ইঞ্জিন
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের দেশীয় প্রযুক্তিতে যুদ্ধবিমান বানাচ্ছে। তবে এখনও পর্যন্ত একাধিক অস্ত্র থেকে শুরু করে বিভিন্ন টেকনোলোজি দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়না। বিশেষ করে যুদ্ধবিমানের ক্ষেত্রে। আর তার জন্য ভর করতে হয় রাশিয়া বা ফ্রান্সের উপরই। সম্প্রতি হ্যাল ৫০০ তম AL-31FP ওভারহোলড ইন্জিন ইন্ডিয়ান এয়ারফোর্স কে সরবরাহ করল। AL-31FP সুখোই ৩০ এমকেআই বিমানে ব্যবহার করা হয়। ভারতের শুধু সুখোই সু ৩০ তে নয়, পাশাপাশি সুখোই সু ৩৫ এবং সুখোই সু ২৭