অভিনব ফটোশ্যুট বলি ডিভা কৃতি শ্যাননের। দেখুন ফটোগ্যালারি

অভিনব ফটোশ্যুট বলি ডিভা কৃতি শ্যাননের। দেখুন ফটোগ্যালারি

ওয়েব ডেস্কঃ কৃতি শ্যানন একজন ভারতীয় মডেল এবং চলচ্চিত্র অভিনেত্রী।মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে আগমন করার পরে তিনি সুকুমারের তেলেগু চলচ্চিত্র ১ নেনোক্কাদিন-এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার প্রথম বলিউড চলচ্চিত্র ছিল সাব্বির খানের রোমান্টিক অ্যাকশন মুভি হিরোপান্তি। চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের সুবাদে তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।

ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও তিনি বর্তমানের একজন নামকরা অভিনেত্রী।
২০১৪ সালে তেলেগু সিনেমা নেনোক্কাদিন১ দিয়ে তাঁর অভিনয় হাতেখড়ি হয়। ওই বছরই দোসাই আরো এক তেলেগু সিনেমায় অভিনয় করেন ‌।

২০১৪ সালেই হিরোপান্তি ছবি দিয়ে তাঁর বলিউডে প্রবেশ। এরপর একে একে দিলওয়ালে, রাবতা, বারেলি কি বরফি , লুকাছুপি , হাউসফুল ৪ এর মতো কিছু ছবি অভিনয় করেন।

২০১৯ এ তাঁর পরবর্তী ছবি পানিপথ রিলিজ হওয়ার কথা আছে। সেই ছবির প্রথম লুক ও এরমধ্যে প্রকাশিত হয়েছে। তিনি ফিল্মফেয়ার, আইফার মতো বেশ কিছু পুরষ্কারে পুরষ্কৃত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *