নিউজ ডেস্কঃ ভারতে একের পর এক বিনিয়োগ করছে বিদেশী কোম্পানি গুলি। বিশেষ করে ডিজিটাল ক্ষেত্রে একাধিক বিনিয়োগের ফলে ভারতের উন্নয়নে যে সুবিধা হবে তা বলাই বাহুল্য। বিশেষ করে গুগল বা ফক্সকনের মতো কোম্পানি গুলির বিনিয়োগ ভারতবর্ষকে এগিয়ে যেতে বিরাট সুবিধা করবে।
ভারতের ডিজিটাইজেশান প্রকল্পে গত তিন দিনে বৈদেশিক বিরাট পরিমাণ বিনিয়োগের ঘোষনা
ফক্সকন $১বিলিয়ন(অ্যাপেল ফোন প্রস্তুতকারক সংস্থা)
গুগল $১০বিলিয়ন
ওয়ালমার্ট $১.২বিলিয়ন
এদিকে গুগলের মোট $১০বিলিয়নের ফান্ডের মধ্যে শুধু রিলায়েন্সের সাথে তারা $৪.৫বিলিয়ন ইনভেস্ট করবে। এর মধ্যে রয়েছে ভারতে স্বল্প মূল্যে ৪জি ও ৫জি এ্যন্ড্রয়েড মোবাইল ও ভারতের জন্য একটি স্পেশাল মোবাইল অপরেটিং সিস্টেম। এদিকে জিও ভারতে ৫জি পরিশেবার নেটওয়ার্ক স্থাপনের ব্যাপারে জানিয়েছে।