কেরালায় এই প্রযুক্তি থাকলে এতো বড় ক্ষতি হতনা
নিউজ ডেস্কঃ সম্প্রতি কেরালায় এয়ার ইন্ডিয়ার একটি বিমান ল্যান্ডিং র সময় ক্রাস হয়। যার ফলে ১৪ হন নিহত এবং ১২৩ জন আহত হয়েছে। বিমানের পাইলট এবং কো-পাইলট দুজনেই নিহতদের মধ্যে রয়েছেন। এর মধ্যে ছিলেন ক্যাপ্টেন দিপক বসন্ত,যিনি এয়ার ইন্ডিয়াতে কর্মরত হওয়ার আগে ভারতীয় বায়ুসেনার টেস্ট পাইলট ছিলেন। প্রশ্ন হল এই এয়ারপোর্টে এটি হল কেন? এমনই প্রশ্ন অনেকরই মনে জেগেছে। আসলে এটি একটি টেবিল-টপ এয়ার পোর্ট। অর্থাৎ এটিকে কোন একটি উচ্চভূমির