রিয়া আচার্যঃ রাখি বন্ধন হল একটি পবিত্র উৎসব।যা বোন বা দিদিরা তাদের ভাই বা দাদার মঙ্গলকামনার জন্যে পালন করা হয়ে থাকে।এই উৎসবটি পালনের একটি সুনির্দিষ্ট সময়সীমা আছে।এই সময়সীমার মধ্যে বোন বা দিদিরা দাদা বা ভাইদের হাতে রাখি পরিয়ে দেয়।এই বছর কবে এবং কটা পর্যন্ত এই শুভ অনুষ্ঠানটি পালনের সময়সীমা আছে ইত্যাদি বিস্তারিতভাবে জেনে নিন।
এই বছর রাখি বন্ধন উৎসবটি পড়েছে ৩ আগস্ট সোমবার।
তবে পূর্ণিমা শুরু হচ্ছে ২ অগাস্ট রাত ৯টা ২৮ মিনিটে এবং শেষ হচ্ছে ৩ অগাস্ট রাত ৯টা ২৮ মিনিটে ।
রাখির বন্ধনের শুভ তিথি থাকবে ১১ ঘণ্টা ৪৯ মিনিট পর্যন্ত।অর্থাৎ সকাল ৯টা ২৮ মিনিট থেকে রাত ৯টা ১৭ মিনিট পর্যন্ত ।
এছাড়াও অপরাহ্নের সময় রাখি অনুষ্ঠানের সময়সীমা হচ্ছে দুপুর ১টা ৪৮ থেকে বিকেল ৪টে ২৯ পর্যন্ত অর্থাৎ ২ ঘণ্টা ৪১ মিনিট পর্যন্ত ।এবং প্রদোষ কালে রাখির অনুষ্ঠানের সময়সীমা হচ্ছে সন্ধে ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ১৭ মিনিট পর্যন্ত,অর্থাৎ ২ ঘণ্টা ৭ মিনিট পর্যন্ত ।