নিউজ ডেস্কঃ রাফালে আনার পথে কিছুটা হলেও অস্বস্তিতে পরতে হল। ইরান তাদের তিনটি ব্যালেস্টিক মিসাইলকে আল দাফরার পার্শ্ববর্তী সমূদ্রে পরার ঘটনার পর ভারতীয় পাইলটদের সুরক্ষিত স্থানে পাঠানো হয়।
ভারতে পৌঁছানোর পর রাফালে গুলিকে সুরক্ষিত হ্যঙ্গারে রাখা হয়েছে। এদিকে আম্বালা এয়ারবেসে সুরক্ষিত করার সব পদক্ষেপ নেওয়া হয়েছে। আম্বালা অঞ্চলের আশেপাশের সমস্ত গ্রামে ১৪৪ধারা জারি করা হয়েছে। ড্রোন ওড়ানো থেকে শুরু করে কোনো নাগরিককে বাড়ির ছাদে ওঠা, ভিডিও করা, ফটো তোলা নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সংবাদমাধ্যমকে এই অঞ্চলে না আসার নির্দেশ দিয়েছে ভারত সরকার।