পৃথিবীর ভয়ংকরতম গতি রয়েছে যেসকল যুদ্ধবিমান গুলির। তবে ভারতের কাছেই শ্রেষ্ঠ বিমানটি ছিল
ডিফেন্স ডেস্কঃ মিরাজ ২০০০ থেকে শুরু করে শুখোই সু ৩০ মিগ ২৭ এর মতো একাধিক যুদ্ধবিমান ভারতের বায়ূ সেনার কাছে রয়েছে। যেগুলি শত্রু পক্ষের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। ভারতের হাতে যে অত্যাধুনিক যুদ্ধবিমান গুলি রয়েছে সেগুলি চতুর্থ প্রজন্মের বিমান হলেও, ভারতের হাতে যে দ্রুতগামি বিমান গুলি রয়েছে সেগুলি সর্বাধিক কত দ্রুত উড়তে পারে? বা সেইবিমান গুলি কি পৃথিবীর প্রথম দশটি দ্রুতগামী বিমানের মধ্যে পরে? দেখে নেওয়া যাক। sukhoi su 27