July 3, 2020

লকডাউনের কথা মাথায় রেখে প্রতি সপ্তাহের রবিবার হিট ছবি দেখাতে চলেছে আকাশ আট

নিউজ ডেস্কঃ সন্ধ্যাবেলায় পারিবারের সাথে বসে মুড়ি মাখা আর আলুর চপ তার সাথে  গল্পগুজব করা বা সিনেমা দেখা এই সব মানুষের কাছে আজ অতীত।  বর্তমান দিনে মানুষের কাজের চাপ, বন্ধুদের সাথে সময় কাটানো বা অন্যান্য কোন কার্যভার ইত্যাদি ব্যস্ততার কারণে তার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে ভুলে গেছে। তবে লকডাউনের  জন্যে মানুষ তার পরিবারের সাথে সময় কাটানোর জন্য অনেকটায় সময় পেয়েছে। সেই অতীতের দিনগুলি ফিরে পাচ্ছে লকডাউনের জেরে যেমন এক