June 27, 2020

মৌনীতা চট্টোপাধ্যায়, সুজয় প্রসাদ সহ একাধিক ব্যাক্তিত্বের নতুন প্রয়াস কাব্যনাটক  মল্লিকা সেনগুপ্তের ‘চিত্রাঙ্গদা মান্ডি'

একেকটা জীবন আসলে একেকটা জাহাজ হতে চায়। হয়তো টাইটানিকের মতন অনেকটা । যার গন্তব্যে পৌঁছানো টাই হয় না । কেবলই ডুবে যায়। জীবন অনন্তকালের সেই প্রমোদ তরণী ই হতে চায়। আসলে ডুবে যায় এর মধ্যে বড় মায়া। মেয়েদের লড়াই অসমাপ্তই থাকে চিরকাল। কবি মল্লিকা সেনগুপ্তের কলমে সে লড়াই চিরকালই বাঙ্ময়। ‘চিত্রাঙ্গদা মান্ডি’ কাব্য নাটকে তার উচ্চারণ আরও ঋজু। আসলে মেয়ে জন্মানোর নিষেধ রয়েছে । ‘ভালো মেয়ে’ হয়ে বাঁচার নিষেধও মেয়েদেরই আছে

ইউরোপের এই দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতীয়। তাঁর এই স্বভাবগুলি জানলে অবাক হবেন

ওয়েব ডেস্কঃ আয়ারল্যান্ড এমন এক দেশ যা দেশ বললে ভুল বলা হবে। এটি দুভাগে বিভক্ত এবং এই দেশ জন্ম নেওয়ার থেকেই ইহুদী দেশ ইজরায়েলের বিরোধী। এবং এমন এক দেশ যে ১৯৬৩ সাল পর্যন্ত ইজরায়েলকে একটি দেশের স্বীকৃতি দিতে চাইনি। এমনই এক দেশ যে দেশ সর্বপ্রথম সমকামীদের বিয়েকে বৈধ বলে ঘোষণা করেন। শুধু তাই নয় এই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীও সমকামী। প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত। আয়ারল্যান্ডের জনসংখ্যা ৫০ লক্ষ যা সেই দেশের মোবাইলের