সন্দীপ প্রতিহার, কলকাতাঃ সুশান্ত সিং রাজপুত, কেমন আছো এখন?? ওই চিরশান্তির জায়গায় ভালোই থাকা যায় তাইনা …!! কত না বলা গল্প আজ এক নিমেষে ইতি!! দেখো আজকে তোমায় নিয়ে কত কথা..সবাই কত মত কত ব্যাখ্যা করে বেরাচ্ছে…কেউ বলছে বাতুলতা কেউবা বলছে হঠাৎ করেই এত মানসিক বিষয় নিয়ে চিন্তা ভাবনা কেন??
কি হলো আমার কথা শুনে তোমার হাঁসি পাচ্ছে?? তোমার মৃত্যু হয়তো কিছু মানুষকে বাঁচিয়ে দেবে বা নাও দিতে পারে… আচ্ছা তোমার কিসের অভাব ছিলো? খ্যাতির শিখরে দাঁড়িয়েও তুমি অসহায় ছিলে!! তোমারও ভালো লাগা,যন্ত্রণা ছিলো… শুনলাম ওইদিন তোমার ফ্ল্যাটে তোমার এক বন্ধু ছিল তাকেও তুমি জানতে দাও নি… রাত্রি বেলায় তুমি তোমার কাছের মানুষটিকে ফোন করলে.. সেও সারা দেয়নি.. সারা রাত্রি নিজের সাথে লড়াই করে গেলে…
সবাই বলছে বলিউড তোমায় সেই ভাবে পাত্তা দেয়নি, হ্যাঁ এটা খুব সত্য এবং নোংরা দিক এই ফিল্ম ইন্ডাস্ট্রির…দেখ আজ তোমায় নিয়ে কত কাঁটাছেরা চলছে এটা তুমি সেটা তুমি… কি রাজপুত তুমি পারতে না এই লড়াই টা থেকে বেরিয়ে আসতে???
পারোনি হয়তো আমরা এইরকমই না পারার মধ্যেই থেকে যাই…কিছু অপ্রাপ্তি থেকেই যায় তাই চলে যাওয়াটাই তুমি বেছে নিলে অন্য কারোর প্রাপ্তি করে…আবার হাঁসছো?? তোমার ওই প্রাণবন্ত হাঁসি আর ভালো লাগছে না… তোমার ঘড়ের ওই টেলিস্কোপ হয়তো তোমায় খুঁজে বেরাবে আকাশের কোন এক কোনায়!!
“পারলে পাশের মানুষ টিকে ভালোবাসুন,জিজ্ঞেস করুণ কিছু সমস্যা হচ্ছে কিনা? আপনার জিজ্ঞাঁসা করায় হয়তো একটা প্রাণ বেঁচে গেলেও যেতে পারে…এই লকডাউন আমাদের অনেক কিছু কেরে নিয়েছে আগামী দিনে কি হবে আমরা কেউ জানি না….
সাহস জোগান, কথা বলুন যদি পারেন সাহায্য করুন না পারলে করবেন না কিন্তু সমালোচনা করবেননা দয়া করে। ভালোবাসুন.. জড়িয়ে ধরুণ..একটা সুন্দর সকাল দেখতে পাবেন, হাতে হাত মিলিয়ে আবারও পথ চলবেন… ” এই কথা গুলো বলা যতটা সহজ যাঁরা ডিপ্রেশনে ভোগে তাদের কাছে এইগুলো সহজ নয়..আজ তোমার মৃত্যুতে আমরা সোশাল নেটওয়ার্কে যে যে রকম পারছি ডিপ্রেশন নিয়ে একছত্র দুইছত্র লিখে দিচ্ছি…
সবাই বলছে ডিপ্রেশন হলে কথা বলুন কিন্তু শোনবার জন্য মানুষটা কোথায়? আমরা এখন সত্যি বড়ই একা..দুইদিন পর আবার ভুলে যাব এটাই বাস্তব আর এটাই নিয়ম…কিন্তু তবু কিছুটা আশাতো করা যেতেই পারে তাই না!! পারলে সাহায্য করবেন কি না করবেন সেটা আপনার মানসিকতার উপর নির্ভর করছে কিন্তু দয়া করে এটা বলবেন না যে তোমার দ্বারায় কিছু হবে না…
রাজপুত ভালো থেকো, সুস্থ থেকো…আবার দেখা হবে কোন এক আলাদা পৃথিবীতে।