রাজপুত ভালো থেকো, সুস্থ থেকো…আবার দেখা হবে কোন এক আলাদা পৃথিবীতে।
সন্দীপ প্রতিহার, কলকাতাঃ সুশান্ত সিং রাজপুত, কেমন আছো এখন?? ওই চিরশান্তির জায়গায় ভালোই থাকা যায় তাইনা …!! কত না বলা গল্প আজ এক নিমেষে ইতি!! দেখো আজকে তোমায় নিয়ে কত কথা..সবাই কত মত কত ব্যাখ্যা করে বেরাচ্ছে…কেউ বলছে বাতুলতা কেউবা বলছে হঠাৎ করেই এত মানসিক বিষয় নিয়ে চিন্তা ভাবনা কেন?? কি হলো আমার কথা শুনে তোমার হাঁসি পাচ্ছে?? তোমার মৃত্যু হয়তো কিছু মানুষকে বাঁচিয়ে দেবে বা নাও দিতে পারে… আচ্ছা