June 15, 2020

রাজপুত ভালো থেকো, সুস্থ থেকো...আবার দেখা হবে কোন এক আলাদা পৃথিবীতে।

সন্দীপ প্রতিহার, কলকাতাঃ সুশান্ত সিং রাজপুত, কেমন আছো এখন?? ওই চিরশান্তির জায়গায় ভালোই থাকা যায় তাইনা …!! কত না বলা গল্প আজ এক নিমেষে ইতি!! দেখো আজকে তোমায় নিয়ে কত কথা..সবাই কত মত কত ব্যাখ্যা করে বেরাচ্ছে…কেউ বলছে বাতুলতা কেউবা বলছে হঠাৎ করেই এত মানসিক বিষয় নিয়ে চিন্তা ভাবনা কেন?? কি হলো আমার কথা শুনে তোমার হাঁসি পাচ্ছে?? তোমার মৃত্যু হয়তো কিছু মানুষকে বাঁচিয়ে দেবে বা নাও দিতে পারে… আচ্ছা

পাওলি দামের এই ছবিগুলি আগে কখনও দেখেছেন

নিউজ ডেস্কঃ সিরিয়াল জগত থেকে উঠে এসে সিনেমা করেছেন এমন নাম বহু আছে আজকের দিনে। বিশেষ করে আবার ওয়েব সিরিজের ক্ষেত্রে। কারন ওয়েব প্ল্যাটফর্ম আসার পর সিনেমা জগতের পরিধি অনেকটা বড় হয়েছে। পাওলি দাম। বাংলা চলচ্চিত্র জগতের এখন অন্যতম সেরা নাম। শুরুটা হয়েছিল টিভি সিরিয়াল থেকে। ২০০৩ সালে জিসু দাসগুপ্তের হাত ধরে উঠে আসা এই নায়িকা এখন বাংলা চলচ্চিত্র জগতকে বেশ কয়েকটি হিট ছবি ইতিমধ্যেই দিয়েছেন। টেলিভিশান ক্যারিয়ারে তাঁর প্রথম