May 2020

সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন বঙ্গ ললনা বিপাশা

ওয়েব ডেস্কঃ বিপাশা বোস একজন ভারতীয় অভিনেত্রী হিসেবে বলিউডের ছবিতে অংশগ্রহণ করছেন। একজন প্রাক্তন মডেল তারকা হিসেবে ১৯৯৬ সালে ফোর্ড’স গোদ্‌রেজ সিন্থল সুপারমডেল প্রতিযোগীতায় বিজয়ী হন। এই অভিনেত্রী করণ সিং গ্রোভার কে বিয়ে করেন। সম্প্রতি এই অভিনেত্রী এক সাক্ষাতকারে জানান তিনি নিজেকে ভাগ্যবতী মনে করেন করণের স্ত্রী হিসাবে।

সোশ্যাল মিডিয়ায় অভিনব ছবি শেয়ার করলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী লারা দত্ত

ওয়েব ডেস্কঃ লারা দত্ত ভূপতি পরিচিতি লারা দত্ত হিসেবেই তিনি পরিচিত। তিনি একজন ভারতীয় মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ২০০০ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় জয় লাভ করেন। https://www.instagram.com/p/B5dBsbGnot9/ https://www.instagram.com/p/B4HTCirHrBL/ https://www.instagram.com/p/B0MaqQgHwMf/ https://www.instagram.com/p/BzfLz9sH_pJ/ https://www.instagram.com/p/BzIEd4yHP1w/ https://www.instagram.com/p/B_7HzohjKTt/ https://www.instagram.com/p/B_j7TjaDrpZ/ লারা দত্ত ১৬ ফেব্রুয়ারি, ২০১১ সালে খ্রিস্টান পরিবারের সন্তান বিখ্যাত ভারতীয় টেনিস তারকা মহেশ ভূপতিকে মুম্বাইয়ের বান্দ্রায় বিয়ে করেন। এরপর খ্রিস্টীয় নিয়ম-নীতি অনুসারে ২০ ফেব্রুয়ারি, ২০১১ সালে গোয়ার সানসেট পয়েন্টে বিবাহ-পর্ব অনুষ্ঠিত হয়।১ আগস্ট, ২০১১ সালে

কারিনা কাপুরের এই ছবি গুলি দেখেছেন!

ওয়েব ডেস্কঃ ভারতীয় চলচ্চিত্র জগতের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন করিনা কপূর খান। তিনি‌ তাঁর অভিনয় জীবনে ছয়টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। ২০০০ সালে রিফিউজি ছবি দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। বলিউডের এক ঐতিহাসিক ব্লকব্লাস্টার ছবি “কভি খুশি কভি গম” চলচ্চিত্র দিয়ে তিনি হিন্দি চলচ্চিত্র জগতে নিজের স্থান তৈরি করেন। শুরুর সাফল্যের পর তাঁর কয়েকটি ছবি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয় এবং নেতিবাচক সমালোচনার পাশাপাশি তাঁর ক্যারিয়ার জীবনে প্রভাবও পরে।

অভিনব ফটোশ্যুট টারজান অভিনেত্রী আয়েশা টাকিয়ার

ওয়েব ডেস্কঃ আয়েশা তাকিয়া  একজন ভারতীয় অভিনেত্রী, কন্ঠ অভিনেত্রী, মডেল, টেলিভিশন উপস্থাপক। তিনি প্রধানত বলিউড ছবিতে অভিনয় করে থাকেন। তিনি তার প্রথম ছবি টারজান: দ্যা ওয়ান্ডার কার ছবির জন্য তিনি ফিল্মফেয়ার বেষ্ট ডেব্যুট এ্যাওয়ার্ড ২০০৪ লাভ করেন। তার সবচেয়ে জনপ্রিয় ব্যাবসাসফল ছবির মধ্যে ২০০৯ ছবি ওয়ান্টেড অন্যতম। View this post on Instagram RIP 🙏🏻🤲🏻 #YouWillBeMissed #RestInPeace #irfankhan A post shared by Ayesha Takia Azmi (@ayeshatakia) on Apr 29, 2020 at 1:49am PDT View this post on Instagram #grey

শ্বাসকষ্ট কমাতে কিভাবে সর্ষে ব্যবহার করবেন!

নিউজ ডেস্কঃ সর্ষে। যা প্রতিদিন কমবেশি বাঙালির পেটে পরে থাকে। এর প্রধান কারন হল সর্ষের তেল। বাঙালির যেকোনো তেলে ঝালে রান্না করতে এই সর্ষের ব্যবহার করা লাগেই। শ্বাসকষ্ট রাখে নিয়ন্ত্রনেঃ সরিষার বীজে প্রচুর পরিমানে সেলেনিয়াম ও ম্যাগনেশিয়াম আছে।বলার অপেক্ষা রাখে না এই দুটি উপাদান প্রদাহজনিত সমস্যা কাটাতে বেশ সহায়ক।প্রতিদিনের খাবার তালিকায় যদি সরিষা থাকে তবে শ্বাসকষ্ট, সর্দি বা বুক ধড়ফড়ানির মতো রোগও পালিয়ে থাকবে আপনার কাছ থেকে। ওজন কমাতে সহায়কঃ

সমুদ্রের ভদ্রমহিলা বলা হয়ে থাকে এই প্রাণীকে। কোন কোন দেশের সমুদ্রে বাস এদের!

নিউজ ডেস্কঃ ডুগং (Dugong dugon) বা সমুদ্রধেনু হল প্রায় বিলুপ্তপ্রায় একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। মালয় ভাষায় এর নামের অর্থ হল সমুদ্রের ভদ্রমহিলা। লোহিতসাগর, পূর্ব আফ্রিকা, ফিলিপাইন, জাপান ও অস্ট্রেলিয়ার উপকূলবর্তী উষ্ণ জলের সাগরের তলদেশে এই বিচিত্র প্রাণী বাস করে। স্তন্যপায়ী এ প্রাণীটির নাম ডুগং। বাংলায় সমুদ্রধেনু নামে ডাকা হয়। অনেকে আবার সমুদ্রের গাভীও বলে থাকে। জলজ প্রাণী হলেও স্থলচর প্রাণী হাতির সঙ্গে ডুগংয়ের অনেক মিল আছে। এরা পুরোপুরি উদ্ভিদভোজী এবং

সিংহের খাঁচায় ছেড়ে দেওয়া হল  কুকুর! তারপর। রইল ভিডিও

নিউজ ডেস্কঃ সিংহের খাঁচায় কুকুর। অনেকের মাথায় প্রথমেই আসবে যে কি করে হত্যা করল? আসলে এটা ভেবে দেখার সময়ই থাকবেনা যে এটার পরিনতি একটা সুন্দর ভালোবাসাও হতে পারে।

২০৩৫ কেমন কাটতে চলেছে!

সুমিত, কলকাতাঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী।ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ।রয়েছে সিনে তারকারাও। তবে এরকম কতদিন চলবে তার সদুত্তর কারও কাছেই নেই। সমস্ত কিছু স্বাভাবিক হবে কবে তার ঠিক নেই। সামাজিক দূরত্ব মেনে চলতে হচ্ছে সবাইকে।

একাধিক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল এই বাংলা গান। ভিডিও

নিউজ ডেস্কঃ বাংলা গান। বেশ জনপ্রিয়তা লাভ করেছে সারা বিশ্ব জুড়ে। এমনও গান আছে যা বিশ্বজুড়ে একাধিক ভাষাতে গাওয়া হয়েছে। ঠিক তেমনই একটি গান “সন্ধ্যে নামার আগে”। ঈশান মিত্রের গাওয়া গানটি নতুন মোড়কে গাইলেন দেবাঙ্গ ভট্টাচার্য। যা একাধিক সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল।

লড়াই করে নিজের বাচ্চাকে ফেরাল সিংহের মুখ থেকে। ভিডিও

নিউজ ডেস্কঃ বাঁদর এমন এক প্রানি যে যেকোনো সময় যেকোনো প্রানির সাথে লড়তে রাজি। এমনটাই দেখা জাত অনেক ক্ষেত্রে। আবার অনেকসময় এই বাঁদরের হিরিগিরির জন্যই অন্য প্রানি তাদের বাচ্চাদের ফিরে পায়।