সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন বঙ্গ ললনা বিপাশা
ওয়েব ডেস্কঃ বিপাশা বোস একজন ভারতীয় অভিনেত্রী হিসেবে বলিউডের ছবিতে অংশগ্রহণ করছেন। একজন প্রাক্তন মডেল তারকা হিসেবে ১৯৯৬ সালে ফোর্ড’স গোদ্রেজ সিন্থল সুপারমডেল প্রতিযোগীতায় বিজয়ী হন। এই অভিনেত্রী করণ সিং গ্রোভার কে বিয়ে করেন। সম্প্রতি এই অভিনেত্রী এক সাক্ষাতকারে জানান তিনি নিজেকে ভাগ্যবতী মনে করেন করণের স্ত্রী হিসাবে।