সোশ্যাল মিডিয়ায় অভিনব ছবি শেয়ার করলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী লারা দত্ত

সোশ্যাল মিডিয়ায় অভিনব ছবি শেয়ার করলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী লারা দত্ত
ওয়েব ডেস্কঃ লারা দত্ত ভূপতি পরিচিতি লারা দত্ত হিসেবেই তিনি পরিচিত। তিনি একজন ভারতীয় মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ২০০০ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় জয় লাভ করেন।
https://www.instagram.com/p/B5dBsbGnot9/
https://www.instagram.com/p/B4HTCirHrBL/
https://www.instagram.com/p/B0MaqQgHwMf/
https://www.instagram.com/p/BzfLz9sH_pJ/
https://www.instagram.com/p/BzIEd4yHP1w/
https://www.instagram.com/p/B_7HzohjKTt/
https://www.instagram.com/p/B_j7TjaDrpZ/
লারা দত্ত ১৬ ফেব্রুয়ারি, ২০১১ সালে খ্রিস্টান পরিবারের সন্তান বিখ্যাত ভারতীয় টেনিস তারকা মহেশ ভূপতিকে মুম্বাইয়ের বান্দ্রায় বিয়ে করেন। এরপর খ্রিস্টীয় নিয়ম-নীতি অনুসারে ২০ ফেব্রুয়ারি, ২০১১ সালে গোয়ার সানসেট পয়েন্টে বিবাহ-পর্ব অনুষ্ঠিত হয়।১ আগস্ট, ২০১১ সালে লারা দত্ত তার অন্তসত্ত্বার সংবাদ প্রকাশ করেন। ২০ জানুয়ারি, ২০১২ সালে সায়রা নাম্নী এক কন্যা সন্তান প্রসব করেন তিনি। ২০১০ সালে ভূপতি দম্পতি একটি চলচ্চিত্র নির্মাণকারী সংস্থা বিগ ডেডি প্রোডাকশন্স প্রতিষ্ঠা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *