ফিল্ম ডেস্কঃ কিছুদিন আগেই ঋত্বিক এবং কাঙ্গানা রানাউতের সম্পর্ক নিয়ে বেশ জল ঘোলা হয়েছিল বলি মহলে। গণমাধ্যম থেকে শুরু করে সংবাদমাধ্যমে একাধিক ছবি ভিডিও ভাইরাল হয় সেই সময়। এবং একাধিক সাক্ষাৎকারে কাঙ্গানা ঋত্বিকের দিকে অভিযোগের আঙুল তোলে। এবং এই নিয়ে এতটাই বাড়াবাড়ি হয় যে ঋত্বিকের প্রাক্তন স্ত্রি সুশানকে এর মধ্যে এন্ট্রি নিতে হয়। তারপরেই আস্তে আস্তে সব ঠাণ্ডা হয়। তবে এতো গেল কিছুদিন আগের কথা।
২০১০ সালে কাইটস ছবিতে ঋত্বিকের বিপরীতে বলিউডে ডেবিউ করেন ম্যাক্সিকান অভিনেত্রী বারবারা মরি। আর তাদের মধ্যে নাকি সম্পর্ক বেশ ঘনিষ্ঠ হয়। এবং সে নিয়ে একাধিক সংবাদমাধ্যম দাবি করে থাকে। এবং সেখান থেকেই নাকি সুজান এবং ঋত্বিকের সম্পর্কের অবনতি শুরু হয় যার ফল স্বরুপ ডিভোর্স। তবে বলিউডে ডেবিউ করা এই ম্যাক্সিকান অভিনেত্রী বারবারা হিন্দি ছবিতে অভিনয় করলেও একাধিক ভাষায় একাধিক দেশে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি মডেল, প্রোডিউসার, রাইটার ও বটে তিনি। ২০১০ সালের পর এখনও পর্যন্ত বলিউডে দেখা যায়নি তাঁকে। কেমন হয়েছে এই বিদেশি অভিনেত্রীকে দেখতে?