ঢাকা এবং কলকাতার সিনে শ্রমিকদের কথা ভেবে নতুন ছবি মিথিলা এবং বিক্রমের
নিউজ ডেস্কঃ কলকাতার প্রোডাকশন হাউসের উদ্যোগে এক নতুন প্রয়াস পরিচালক শাহরিয়ার পলকের। তিনি জানান যে ‘’ ‘টিভিওয়ালা মিডিয়ার’ কর্নধার অমিত গাঙ্গুলি , সবসময়েই আমার ভালো বন্ধু। উনি লকডাউন সিচ্যুয়েশনে হঠাত করেই বললেন বাড়িতে বসে কিছু একটা বানাও । যেটা বানাবে সেটা দু বাংলার এই কারেন্ট সিচুয়েশন কে তুলে ধরবে। আর এভাবে এটা নিয়ে ভাবতে ভাবতেই অমিত দাদা নিয়েই খুজে বের করলেন রাইটার অভ্র চক্রবর্তিকে। তার ছোট গল্প ‘’ দূরে থাকা