২০৩৫ কেমন কাটতে চলেছে!

২০৩৫ কেমন কাটতে চলেছে!

সুমিত, কলকাতাঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী।ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ।রয়েছে সিনে তারকারাও। তবে এরকম কতদিন চলবে তার সদুত্তর কারও কাছেই নেই। সমস্ত কিছু স্বাভাবিক হবে কবে তার ঠিক নেই।

সামাজিক দূরত্ব মেনে চলতে হচ্ছে সবাইকে। ঘরের মধ্যেই দিন কাটাতে হচ্ছে প্রচুর মানুষকে। তবে এর মধ্যেই এই সমস্ত কিছু মাথায় রেখে এক সামাজিক বার্তা দিতে রিলিজ করল নতুন শর্ট ফিল্ম অর্থাৎ স্বল্প দৈর্ঘের ছবি।”হ্যাপি ক্যুয়ারেন্টাইন”। ছবিতে অভিনয় করতে দেখা গেছে মিঠুন দেবনাথ, বিদিতা বাগ এবং দিব্যেন্দু ভট্টাচার্যকে।

ছবির গল্প ক্যুয়ারেন্টাইন নিয়েই, যেখানে ছোটবেলার রূপকথার আলাদিনকে দেখতে পাওয়া যাবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হল ২০২০ নয় ২০৩৫ কিভাবে কাটতে চলেছে সেটি তুলে ধরার চেষ্টা করেছেন অভিনেতা পরিচালক মিঠুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *