May 10, 2020

নেট দুনিয়ায় ভাইরাল জাহ্নবী কাপুরের ফটোশ্যুট

নিউজ ডেস্কঃ সুপারষ্টার শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর হলেন বলিউডের উদীয়মান অভিনেত্রী। ২০১৮ সালে কর্ন জোহরের ছবি  ধড়ক চলচ্চিত্র দিয়ে জাহ্নবীর বলিউডে অভিষেক হয়। ছবিটি নাগরাজ মঞ্জুলের মারাঠি ভাষার সৈরাট ছবির হিন্দি পুনর্নির্মাণ। প্রথম ছবিতে তার বিপরীতে ছিলেন আরেক নবাগত ঈশান খট্টর। কিছুদিন আগে জোয়া আখতার পরিচালিত নেটফ্লিক্সের গোস্ট স্টোরিজে অভিনয় করেছেন।

বলি ডিভা কাজলের ভিডিও শ্যুট। দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ কাজল দেভগান। বর্তমানে সেভাবে ছবি না করলেও একটা সময়ে বলিউডের হার্টথ্রব ছিলেন তিনি। কুছ কুছ হোতা হ্যায় র মতো একধিক হিট ছবি দিয়েছেন তিনি বলিউডকে।

দীপিকা পাডুকনের ভিডিও শ্যুট। রইল ভিডিও

নিউজ ডেস্কঃ দীপিকা পাডুকোন। প্রচুর ছেলের হার্টথ্রব তিনি। ইতিমধ্যেই তিনি একাধিক হিট ছবি দিয়েছেন বলিউডকে। ছবি করার পাশাপাশি বেশ একটিভ তিনি সোশ্যাল মিডিয়াতে।