নিউজ ডেস্কঃ আজ ২৫শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী…কবিগুরুর শুভ জন্মদিনে জানাই সহস্র কোটি প্রণাম… নিজের জন্মদিন পঁচিশে বৈশাখকে এভাবেই ডাক দিয়েছিলেন কবিগুরু। মহাকালের বিস্তীর্ণ পটভূমিতে এক ব্যতিক্রমী রবির কিরণে উজ্জ্বল পঁচিশে বৈশাখ। ১৮৬১ সালের এদিনে কলকাতার জোড়াসাঁকোয় মহর্ষী দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলো করে জন্ম নিয়েছিলেন বাঙালির কবি – বাংলার কবি, বিশ্বকবি, কবিগুরু, রবীন্দ্রনাথ ঠাকুর। আজ পঁচিশে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্মবার্ষিকী।
সেই উপলক্ষে রোট্যার্যাক্ট ক্লাব অফ ক্যালকাটার এক নতুন প্রয়াস। নাচের মাধ্যমে তা তুলে ধরার চেষ্টা করলেন রোট্যার্যাক্টার অয়না রায়।