নিউজ ডেস্কঃ শত্রুপক্ষকে ঘায়েল করতে একাধিক যুদ্ধবিমান বানিয়েছে অ্যামেরিকা। শুধু যুদ্ধবিমান নয় পাশাপাশি যুদ্ধজাহাজ, সাবমেরিন র মতো একাধিক অত্যাধুনিক মানের যুদ্ধাস্ত্র রয়েছে অ্যামেরিকার হাতে। ঠিক তেমনই তাদের হাতে রয়েছে বোম্বার, যা শুধু ঘাতক না, শত্রুপক্ষের রেডারকে ফাঁকি দিতে সক্ষম। ঠিক তেমনই এক যুদ্ধবিমান আছে অ্যামেরিকার হাতে যা যেকোনো দেশের যেকোনো যুদ্ধবিমানকে ধ্বংস করতে পারে কয়েক মুহূর্তে। তবে এর উড্ডয়ন খরচই মাথা ব্যাথার কারন।
Previous Post: ভারতের হাতে আসা এই রাশিয়ান যুদ্ধবিমান কতোটা ভয়ংকর!